শেষ আপডেট: 27th September 2024 16:00
দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি ও মাছের তেল মেলার খবরে আলোড়ন পড়ে গেছিল গোটা দেশে। এবার বড় পদক্ষেপ অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু সরকারের। ঘটনার তদন্তে ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হল শুক্রবার।
গুন্টুর রেঞ্জের আইজি সর্বশ্রেষ্ঠ ত্রিপাঠীর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল কাজ করবে বলে জানা গেছে। ওই দল দ্রুত মন্দিরের দায়িত্বে থাকা সব সরকারি দফতর থেকে রিপোর্ট সংগ্রহের কাজ শুরু করবে। সরকারের স্পষ্ট নির্দেশ, তদন্তকারী দলকে সবাইকে যথাযথ সাহায্য করতে হবে এবং প্রয়োজনীয় নথি তুলে দিতে হবে।
শুক্রবার বিশেষ দল গঠনের পরই ডিজিপি দ্বারকা তিরুমালা রাওয়ের সঙ্গে দেখা করে প্রসাদী লাড্ডুর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তদন্তের জন্য ঠিক কী কী প্রয়োজন বা কীভাবে তদন্ত চলবে তার গাইডলাইনস দেন ডিজিপি।
সম্প্রতি ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি। তারপরই শুক্রবার তদন্তকারী দল গঠন করে পুরো বিষয় তদন্তের নির্দেশ অন্ধ্রপ্রদেশ সরকারের।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সর্বপ্রথম অভিযোগ তোলেন, তিরুপতির 'প্রসাদম'-এ ব্যবহৃত ঘিতে পশুর চর্বি ও মাছের তেল মিশিয়ে ভেজাল দেওয়া হয়। ওয়াইএসআর কংগ্রেস পার্টির জমানায় এই কাজ হত বলে দাবি করেন তিনি। এরপরই শুরু হয় বিতর্ক।
প্রসঙ্গত, তিরুপতি মন্দিরের বিতর্কের পরই উত্তর প্রদেশের অযোধ্যা, প্রয়াগরাজ, মথুরার মতো একাধিক মন্দিরে বাইরে থেকে প্রসাদ আনায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।