শেষ আপডেট: 23rd January 2025 19:25
দ্য ওয়াল ব্যুরো: ক্লাস চলছিল তখন। হঠাৎই এক পড়ুয়া বেরিয়ে গেলেন ক্লাস ছেড়ে। যতটুকু বোঝা যায় আনমনা তিনি। কিছু বুঝে ওঠবার আগেই চারতলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তিনি। যে ঘটনার সঙ্গে খানিকটা মিলে যায় 'থ্রি ইডিয়টস' সিনেমার রাজু রাস্তোগির চরম সিদ্ধান্ত নেওয়ার দৃশ্য।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের নারায়ণা কলেজে। ঘড়িতে তখন সকাল ১০টা ১৫। কলেজের সিসিটিভি-তে দেখা যাচ্ছে, চারতলার একটি ঘরে প্রথম বর্ষের ওই পড়ুয়া ক্লাস করছিলেন। ক্লাসের মাঝখানে হঠাৎই উঠে পড়েন তিনি। ধীরে ধীরে হেঁটে বেরিয়ে গেলেন ক্লাসের বাইরে। এরপরই তিনি বারান্দার পাঁচিলে উঠে পড়েন। জুতো খুলে রেখে সেখান থেকেই ঝাঁপ দেন নীচে। যা দেখে হতবাক অধ্যাপক থেকে সহপাঠীরা।
సీసీ ఫుటేజ్
— Telugu Scribe (@TeluguScribe) January 23, 2025
అనంతపురం సమీపంలోని నారాయణ కాలేజీలో బిల్డింగ్ పై నుండి దూకి ఇంటర్ విద్యార్థి చరణ్ ఆత్మహత్య
ఫస్ట్ ఇయర్ చదువుతున్న చరణ్ క్లాస్ జరుగుతుండగానే బయటికి వచ్చి మూడో అంతస్తు నుంచి దూకి ఆత్మహత్య
సూసైడ్ చేసుకోవడంతో బోరున విలపిస్తున్న కుటుంబ సభ్యులు pic.twitter.com/kCDeMmMIfn
সিসিটিভি-তে দেখা যায়, যুবক ঝাঁপ দেওয়ার পর ক্লাস থেকে তাঁর সহপাঠীরা ছুটে বেরিয়ে এসেছেন। নীচে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছেন। ততক্ষণে সব শেষ।
অনন্তপুর গ্রামীণ মহকুমা পুলিশ আধিকারিক টি ভেকাটেশুলু জানিয়েছেন, সংক্রান্তির ছুটি কাটিয়ে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ নাগাদ ওই পড়ুয়া কলেজে আসেন। ক্লাস চলাকালীন, সকাল ১১টা ৫৫ নাগাদ হঠাৎই তিনি ক্লাস থেকে বেরিয়ে আসেন এবং চারতলার বারান্দা থেকে লাফ দেন।
কলেজ কর্তৃপক্ষ যুবককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পড়ুয়া শ্রী সত্যসাই জেলার বাথেনাপল্লি মণ্ডলের রামাপুরম গ্রামের বাসিন্দা।
কেন এই কলেজ পড়ুয়া এহেন চরম সিদ্ধান্ত নিলেন তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে মৃতের বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। তদন্ত করে সবটা খতিয়ে দেখা হচ্ছে।