শেষ আপডেট: 18th February 2025 18:49
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের চিত্তরে সন্তান প্রসবের সময় মৃত্যু হল এক কিশোরীর। তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তারপরই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ক্লাস টেনের ওই ছাত্রীর সঙ্গে ঠিক কী হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। মামলার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের পালামানেরু রিজিয়নের ঘটনা এটি। ওই নাবালিকাকে ধর্ষণ করে তারই পরিবারের পরিচিত একজন। সে সন্তান সম্ভবা হয়ে পড়েন। বাচ্চাটিকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
কিছুদিন আগে সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হয় কিশোরী। একটি পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু তারপরের মুহূর্তেই মারা যায়। চিকিৎসকরা জানান, ওই কিশোরীর মারাত্মক আকারে অ্যানেমিয়ার সমস্যা ছিল। পাশাপাশি ফুসফুসের সমস্যাও হয়। শারীরিক অবস্থা খারাপ হলে তিরুপতির হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
রবিবার নাবালিকার মৃত্যু হয়। ঘটনায় সেদিনই পকসোতে মামলা দায়ের করে পুলিশ। অভিযুক্ত বর্তমানে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।