আজ, শুক্র ও আগামিকাল, শনিবার পর্যন্ত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ চত্বরে বিমান চলাচল বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে ভারত।
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 23 May 2025 12:28
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগর এলাকায় ফের বড়সড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে ভারত। সে কারণে আজ, শুক্র ও আগামিকাল, শনিবার পর্যন্ত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ চত্বরে বিমান চলাচল বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে ভারত। নোটিস টু এয়ারমেন (NOTAM) জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এই নোটিস জারি করার অর্থ সমুদ্রের উপর ক্ষেপণাস্ত্র অথবা অস্ত্র পরীক্ষা চালানো হবে।
শুক্র ও শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এই এলাকায় যে কোনও উচ্চতায় সব ধরনের বিমানের যাতায়াত বন্ধ থাকবে। বিকল্প যাত্রাপথ না মেলায় আন্দামান ও নিকোবররে সমস্ত যাত্রীবাহী বিমান বন্ধ রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ৫০০-৫১০ কিমি দীর্ঘ এলাকা জুড়ে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এই নিষেধাজ্ঞায় ৯টি আন্তর্জাতিক উড়ানপথ বন্ধ থাকছে। প্রসঙ্গত, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ঐতিহাসিক দিক থেকে ভারতের আধুনিকোত্তর যুগের ক্ষেপণাস্ত্র পরীক্ষাস্থল। ব্রহমস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও আকাশ থেকে ছোড়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এখান থেকেই হয়েছিল।
সরকারের তরফে এখনও কী ধরনের, কত শক্তিশালী অস্ত্র পরীক্ষা হবে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, সময়, স্থান নির্বাচন ও আকাশপথের এলাকা বিশ্লেষণ করে মনে করা হচ্ছে যে বড়সড় কোনও পরীক্ষা হতে চলেছে। ভূমি থেকে আকাশ অথবা ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা গোছের কিছু হতে চলেছে।