Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?
Missile Test

শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে ভারত, বন্ধ করা হল আন্দামানের আকাশপথ

আজ, শুক্র ও আগামিকাল, শনিবার পর্যন্ত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ চত্বরে বিমান চলাচল বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে ভারত।

শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে ভারত, বন্ধ করা হল আন্দামানের আকাশপথ

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 23 May 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগর এলাকায় ফের বড়সড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে ভারত। সে কারণে আজ, শুক্র ও আগামিকাল, শনিবার পর্যন্ত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ চত্বরে বিমান চলাচল বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে ভারত। নোটিস টু এয়ারমেন (NOTAM) জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এই নোটিস জারি করার অর্থ সমুদ্রের উপর ক্ষেপণাস্ত্র অথবা অস্ত্র পরীক্ষা চালানো হবে।

শুক্র ও শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এই এলাকায় যে কোনও উচ্চতায় সব ধরনের বিমানের যাতায়াত বন্ধ থাকবে। বিকল্প যাত্রাপথ না মেলায় আন্দামান ও নিকোবররে সমস্ত যাত্রীবাহী বিমান বন্ধ রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ৫০০-৫১০ কিমি দীর্ঘ এলাকা জুড়ে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।

এই নিষেধাজ্ঞায় ৯টি আন্তর্জাতিক উড়ানপথ বন্ধ থাকছে। প্রসঙ্গত, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ঐতিহাসিক দিক থেকে ভারতের আধুনিকোত্তর যুগের ক্ষেপণাস্ত্র পরীক্ষাস্থল। ব্রহমস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও আকাশ থেকে ছোড়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এখান থেকেই হয়েছিল।

সরকারের তরফে এখনও কী ধরনের, কত শক্তিশালী অস্ত্র পরীক্ষা হবে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, সময়, স্থান নির্বাচন ও আকাশপথের এলাকা বিশ্লেষণ করে মনে করা হচ্ছে যে বড়সড় কোনও পরীক্ষা হতে চলেছে। ভূমি থেকে আকাশ অথবা ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা গোছের কিছু হতে চলেছে।


ভিডিও স্টোরি