অনন্ত-রাধিকার বিয়ের কার্ড নিয়ে হইচই
শেষ আপডেট: 28 June 2024 06:31
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের অনুষ্ঠান যখন আম্বানি পরিবারের তখন তা নিয়ে চর্চা হবে না এটা অসম্ভব। এখন কথা হল, কী কী নিয়ে আলোচনা হবে? ১২০০ কোটির প্রি-ওয়েডিং, ইতালির ক্রুজ পার্টি নাকি নীতা আম্বানির গয়না? এক কথায়, চর্চায় সবই রয়েছে তবে হালে সেই তালিকায় জুড়েছে অনন্ত-রাধিকার বিয়ের কার্ড।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েকে ইতিমধ্যেই বিশ্বের সবথেকে দামি অনুষ্ঠান বলা হচ্ছে। তা সেই বিয়ের কার্ডে চমক থাকবে না সে কি হতে পারে। বিরাট চমক আছে। সোশ্যাল মিডিয়ায় অনন্ত-রাধিকার বিয়ের যে নিমন্ত্রণপত্র ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, লাল রঙের একটি ছোট আলমারির মতো দেখতে বিয়ের কার্ডটি। সেটি খুললে বেরিয়ে আসছে একটি রুপোর মন্দির! তাতে বিষ্ণু, রাধাকৃষ্ণ, দূর্গা ও গণেশের মূর্তি রয়েছে। পাশাপাশি ঘণ্টা, এলইডি লাইট সবকিছুর ব্যবস্থা আছে।
Unboxing the wedding card for Anant Ambani and Radhika Merchant's world's costliest wedding! pic.twitter.com/p3GnYSjkp2
— DealzTrendz (@dealztrendz) June 26, 2024
এই মন্দিরের সঙ্গেই রয়েছে আরও একটি রুপোর বাক্স, যাতে আছে বিয়ের কার্ড। তাতেও পরতে পরতে রয়েছে বিভিন্ন দেবতার সোনার মূর্তি! একই সঙ্গে হরেকরকমের ড্রাই ফ্রুটস, মিষ্টি, অনন্ত-রাধিকার নাম আঁকা একটি মসলিনের কাপড়, শাল রয়েছে সেই বাক্সে। এটি বিয়ের কার্ড নাকি অন্য কিছু, একঝলকে বুঝতে পারবেন না।
আগামী ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ে হবে রাধিকা-অনন্তের। তিনদিন ধরে চলবে মহোৎসব। 'শুভ বিবাহ', 'শুভ আশির্বাদ' এবং 'মঙ্গল উৎসব' এই তিনটি প্রোগ্রাম হবে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রথম প্রি-ওয়েডিং সেলিব্রশনে খরচ হয়েছিল প্রায় ১২০০-১৫০০ কোটি টাকা। দ্বিতীয়টিতে কত খরচ হয়েছে সেই রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। তবে আগের থেকে যে বেশি হবেই তাতে কেউ সন্দেহ করছেন না। কারণ দ্বিতীয় প্রি-ওয়েডিং পার্টির আয়োজন করা হয়েছিল ইতালিতে। এটি ছিল ক্রুজ পার্টি। তবে বিয়ের অনুষ্ঠানের খরচ যে সবকিছু ছাপিয়ে যাবে, তা বাচ্চা থেকে বুড়ো সকলেই বুঝে গেছেন।