ফাইল চিত্র
শেষ আপডেট: 1 April 2025 18:02
দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের আগে জামনগর থেকে দ্বারকা পর্যন্ত বিশেষ পদযাত্রায় নেমেছেন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। প্রায় ১৪০ কিলোমিটারের এই পথে মন্দিরে মন্দিরে প্রার্থনা করছেন তিনি। তবে যাত্রার মাঝেই ঘটে গেল একটি বিশেষ ঘটনা—খাঁচাবন্দি ২৫০টি মুরগি দেখে থমকে দাঁড়ালেন তিনি!
প্রাণীদের প্রতি অনন্তর ভালবাসার কথা অজানা নয়। তাই পথের ধারে আটকে রাখা মুরগিগুলোর দুর্দশা দেখে আর চুপ থাকতে পারেননি। নিরাপত্তারক্ষীদের ঘিরে দাঁড়িয়ে মালিককে টাকা দিয়ে মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন তিনি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
This is Anant Ambani, Son of Mukesh Ambani.
— Roshan Rai (@RoshanKrRaii) April 1, 2025
During his Padyatra from Jamnagar to Dwarka, he saw a truck full of chicken being transported, his heart melted, he quickly stopped the truck and bought the whole truck load of chickens for double the price to rescue them from being… pic.twitter.com/r30JZuQtiY
গত পাঁচ দিন ধরে অনন্ত আম্বানি এই পদযাত্রা চালিয়ে যাচ্ছেন। দ্বারকার দোকাধীশ মন্দিরে পৌঁছতে এরই মধ্যে ৬০ কিলোমিটারের বেশি পথ পেরিয়ে এসেছেন তিনি। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্ত বলেন, "যেকোনও কাজ করার আগে ভগবান দ্বারকাধীশের উপর বিশ্বাস রাখুন, তাহলে কোনও বাধা আসবে না।"
প্রাণী কল্যাণে অনন্তর অবদান বিশাল। জামনগরে তাঁর উদ্যোগে তৈরি হয়েছে ‘ভানতারা’, যেখানে অসংখ্য অসহায় ও আহত প্রাণীকে আশ্রয় দেওয়া হয়। সম্প্রতি এই প্রকল্পের জন্য ভারত সরকার 'প্রাণি মিত্র' জাতীয় পুরস্কারে ভূষিত করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে।