সংগৃহীত ছবি
শেষ আপডেট: 1 April 2025 08:26
দ্য ওয়াল ব্যুরো: ১০ এপ্রিল জন্মদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের পরিচালক অনন্ত আম্বানির (Anant Ambani)। নিজের ৩০তম জন্মদিনে দ্বারকাধীশ অর্থাৎ শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিতে জামনগর থেকে হাঁটা শুরু করলেন তিনি। যুবসমাজকে সনাতন ধর্মের প্রতি আস্থা রাখার দিলেন বার্তা।
শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত পাঁচদিন আগে পদযাত্রা শুরু করেছেন। জামনগর থেকে দ্বারকা পর্যন্ত ওই যাত্রা শেষ হবে আগামী কয়েকদিনে। ১০ তারিখ তিনি দর্শন করবেন শ্রীকৃষ্ণের। এই যাত্রায় অনন্ত প্রতিরাতে হাঁটছেন ১০ থেকে ১২ কিলোমিটার করে। এপর্যন্ত ৬০ কিলোমিটার অতিক্রম করেছেন বলে জানা যাচ্ছে। আগামী পাঁচদিনের মধ্যেই দ্বারকাধীশ মন্দিরে পৌঁছবেন তিনি।
পদযাত্রাটি ঘিরে কঠোর নিরাপত্তা রয়েছে জামনগর থেকে দ্বারকা পর্যন্ত গোটা এলাকায়। জেড প্লাস নিরাপত্তা ও স্থানীয় পুলিশও রয়েছে তাঁর সঙ্গে। জানা যাচ্ছে, যাত্রাপথে বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন অনন্ত। বিশ্বনাথ বেদ সংস্কৃত পাঠশালায় পৌঁছলে তাঁকে সংস্কৃত শ্লোক পাঠের মাধ্যমে স্বাগতও জানানো হয়।
পদযাত্রা নিয়ে অনন্ত আম্বানি বলেন, 'আমি যুবসমাজকে বলব—সনাতন ধর্মের প্রতি বিশ্বাস রাখুন। ভগবানের আশীর্বাদ আমাকে শক্তি দিয়েছে, তাই আমি পাঁচ দিন ধরে হাঁটছি। আগামী পাঁচ দিনের মধ্যে দ্বারকাধীশ মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করব। এটা আমাদের প্রথম যাত্রা। ভগবান সঙ্গে থাকলে চিন্তার কিছু নেই।'