পদযাত্রায় অনন্ত অম্বানি
শেষ আপডেট: 6 April 2025 06:51
দ্য ওয়াল ব্যুরো: ১৭০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় (foot walk) সামিল হয়েছিলেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানি (Mukesh Ambani) পুত্র অনন্ত অম্বানি (Anant Ambani)। এপ্রিলের ৬ তারিখ অর্থাৎ, আজ, জন্মদিনের (birthday) দিন গুজরাটের (Gujrat) জামনগর থেকে দ্বারকাধীশ মন্দির পর্যন্ত এই পদযাত্রা পূর্ণ হল অনন্তের। যাঁরা তাঁর সঙ্গে এই যাত্রায় সামিল হয়েছিলেন তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি।
এই যাত্রায় দ্বারকাধীশ মন্দিরে রবিবার তাঁর সঙ্গে সামিল হয়েছিলেন তাঁর স্ত্রী রাধিকা মার্চেন্ট (Radhika Marchant) এবং মা নীতা অম্বানিও (Nita Ambani)। স্ত্রী রাধিকার কথায়, গত বছর বিয়ের পরে অনন্তের এই পদযাত্রায় যাওয়ার ইচ্ছে ছিল, অবশেষে এখন সেই ইচ্ছে পূরণ হয়েছে। তিনি বলেন, “এই বছর অনন্ত ৩০ বছরে পা দিল। ওর জন্মদিন যে আমরা এখানে এইভাবে পালন করছি, আমি তার জন্য ভীষণ খুশি।’ অনন্তের পাশাপাশি রাধিকাও পদযাত্রায় সামিল সকলকে ধন্যবাদ জানান।
#WATCH | Devbhumi Dwarka, Gujarat | 'Padyatra' of Anant Ambani, Director, Reliance Industries Limited, from Jamnagar to Dwarkadhish Temple, completed today and arrived at Dwarkadhish Temple on the occasion of #RamNavami2025.
— ANI (@ANI) April 6, 2025
Anant Ambani's wife, Radhika Merchant, says, "Today,… pic.twitter.com/jtWyUp2jXv
প্রসঙ্গত, মার্চের ২৯ তারিখে অনন্ত ১৭০ কিমির এই যাত্রা শুরু করেছিলেন। অনন্তের কথায়, ‘এ আমার আধ্যাত্মিক যাত্রা। আমি ভগবানের নাম নিয়ে এই যাত্রা শুরু করেছিলাম, তার নামেই শেষ করব এই যাত্রা। দ্বারকাধীশ দেবের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাতে চাই। যাঁরা এখানে আমাদের সঙ্গে রয়েছেন তাঁদের সকলকে অনেক ধন্যবাদ।’
রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ অম্বানির কী বক্তব্য ছেলের এই পদযাত্রা নিয়ে?
অনন্ত জানান, তিনি যখন বাবাকে জানান তিনি এমন এক আধ্যাত্মিক পদযাত্রা শুরু করার কথা ভাবছেন, বাবা মুকেশ অম্বানি তাঁকে অনেক উৎসাহ দিয়েছিলেন। ‘আমার এই পদযাত্রা নির্বিঘ্নে শেষ করার পেছনে বাবার দেওয়া সাহস আর উৎসাহের কথাই বলতে চাই। তাঁকে আমার অশেষ কৃতজ্ঞতা জানাই।’
#WATCH | Devbhumi Dwarka, Gujarat | 'Padyatra' of Anant Ambani, Director, Reliance Industries Limited, from Jamnagar to Dwarkadhish Temple, completes today.
— ANI (@ANI) April 6, 2025
Anant Ambani says, "It's my religious yatra. I begin this yatra with the name of God, and I am completing it with his… pic.twitter.com/kwBa7q83oT
শিল্পপতি মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি ২০২০ সাল থেকেই জিও প্ল্যাটফর্ম লিমিটেডের বোর্ড ডিরেক্টরের পদে রয়েছেন। রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেডে রয়েছেন ২০২২-এর মে থেকে। ২০২১ সালের জুন থেকে রিলায়েন্স নিউ এনার্জি লিমিটেডের এর দায়িত্বভারও সামলে চলেছেন।
গত বছর ১২ জুলাইতে রাধিকা মার্চেন্টের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনন্তের এক বোন এবং ভাই রয়েছে, ইশা এবং আকাশ অম্বানি।