Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক'পুনর্বিবেচনা নয়, সময়টাই আসল সমস্যা', বিহারের ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিকজোরকদমে এগোচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ! খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, খোঁড়া শুরু হল আজফ্লপ ছবির পর সব হারান পরিচালক, মেয়ে নাচতে ও ছেলে মিমিক্রি করতে বাধ্য হন পথঘাটে!বিয়ের আগে মূর্ছা গেলেন নীতু, কনেকে সাজালেন প্রিয় বান্ধবী রেখাবিহারে মহিলার ভোটার কার্ডে নীতীশ কুমারের ছবি! কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূলের'আমরা তো অ্যাংজাইটি অ্যাটাক কথাটাই শুনিনি!' মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে বিতর্কে জয়া
Anant Ambani'r foot walk on his birthday

জন্মদিনে ১৭০ কিমি দীর্ঘ পদযাত্রা শেষ করলেন অনন্ত, কতটা গর্বিত বাবা মুকেশ অম্বানি?

আজ, জন্মদিনের দিন গুজরাটের জামনগর থেকে দ্বারকাধীশ মন্দির পর্যন্ত এই পদযাত্রা পূর্ণ হল অনন্তের।

জন্মদিনে ১৭০ কিমি দীর্ঘ পদযাত্রা শেষ করলেন অনন্ত, কতটা গর্বিত বাবা মুকেশ অম্বানি?

পদযাত্রায় অনন্ত অম্বানি

শেষ আপডেট: 6 April 2025 06:51

দ্য ওয়াল ব্যুরো: ১৭০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় (foot walk) সামিল হয়েছিলেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানি (Mukesh Ambani) পুত্র অনন্ত অম্বানি (Anant Ambani)। এপ্রিলের ৬ তারিখ অর্থাৎ, আজ, জন্মদিনের (birthday) দিন গুজরাটের (Gujrat) জামনগর থেকে দ্বারকাধীশ মন্দির পর্যন্ত এই পদযাত্রা পূর্ণ হল অনন্তের। যাঁরা তাঁর সঙ্গে এই যাত্রায় সামিল হয়েছিলেন তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি।

এই যাত্রায় দ্বারকাধীশ মন্দিরে রবিবার তাঁর সঙ্গে সামিল হয়েছিলেন তাঁর স্ত্রী রাধিকা মার্চেন্ট (Radhika Marchant) এবং মা নীতা অম্বানিও (Nita Ambani)। স্ত্রী রাধিকার কথায়, গত বছর বিয়ের পরে অনন্তের এই পদযাত্রায় যাওয়ার ইচ্ছে ছিল, অবশেষে এখন সেই ইচ্ছে পূরণ হয়েছে। তিনি বলেন, “এই বছর অনন্ত ৩০ বছরে পা দিল। ওর জন্মদিন যে আমরা এখানে এইভাবে পালন করছি, আমি তার জন্য ভীষণ খুশি।’ অনন্তের পাশাপাশি রাধিকাও পদযাত্রায় সামিল সকলকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, মার্চের ২৯ তারিখে অনন্ত ১৭০ কিমির এই যাত্রা শুরু করেছিলেন। অনন্তের কথায়, ‘এ আমার আধ্যাত্মিক যাত্রা। আমি ভগবানের নাম নিয়ে এই যাত্রা শুরু করেছিলাম, তার নামেই শেষ করব এই যাত্রা। দ্বারকাধীশ দেবের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাতে চাই। যাঁরা এখানে আমাদের সঙ্গে রয়েছেন তাঁদের সকলকে অনেক ধন্যবাদ।’
রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ অম্বানির কী বক্তব্য ছেলের এই পদযাত্রা নিয়ে?

অনন্ত জানান, তিনি যখন বাবাকে জানান তিনি এমন এক আধ্যাত্মিক পদযাত্রা শুরু করার কথা ভাবছেন, বাবা মুকেশ অম্বানি তাঁকে অনেক উৎসাহ দিয়েছিলেন। ‘আমার এই পদযাত্রা নির্বিঘ্নে শেষ করার পেছনে বাবার দেওয়া সাহস আর উৎসাহের কথাই বলতে চাই। তাঁকে আমার অশেষ কৃতজ্ঞতা জানাই।’

 শিল্পপতি মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি ২০২০ সাল থেকেই জিও প্ল্যাটফর্ম লিমিটেডের বোর্ড ডিরেক্টরের পদে রয়েছেন। রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেডে রয়েছেন ২০২২-এর মে থেকে। ২০২১ সালের জুন থেকে রিলায়েন্স নিউ এনার্জি লিমিটেডের এর দায়িত্বভারও সামলে চলেছেন।

গত বছর ১২ জুলাইতে রাধিকা মার্চেন্টের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনন্তের এক বোন এবং ভাই রয়েছে, ইশা এবং আকাশ অম্বানি।


ভিডিও স্টোরি