শেষ আপডেট: 3rd January 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতেই বিষাদের সুর দিল্লির চিড়িয়াখানায়। প্রথমে বাঘের ছানার মৃত্যুর খবর আসে। এবার একটি পূর্ণ বয়স্ক গণ্ডারের মৃত্যু হল। বৃহস্পতিবার চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে বিষয়টি জানানো হয়েছে। মৃত্যুর কারণ এপর্যন্ত জানা যায়নি।
গত বছর সেপ্টেম্বরে গণ্ডারটিকে অসম থেকে দিল্লির দ্য ন্যাশনাল জুলজিক্যাল পার্কে নিয়ে আসা হয়েছিল। ১১ বছর বয়সে। দিল্লির পার্কে একটি মেয়ে গণ্ডারের সঙ্গে রাখা হয়েছিল যাতে প্রজনন হতে পারে।
দিল্লির ওই চিড়িয়াখানার ডিরেক্টর সঞ্জিত কুমার বলেন, 'ধর্মেন্দ্র নামের ওই গণ্ডারটিকে বৃহস্পতিবার ভোরে তার খাঁচাতে মৃত অবস্থায় পাওয়া যায়। তখনও পর্যটকরা আসেনি চিড়িয়াখানায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।'
তিনি আরও বলেন, 'ওকে আনা হয়েছিল এখানে কিছু মাস আগে। সুস্থই ছিল। কোনও শারীরিক সমস্যা ছিল না। হঠাৎ মৃত্যু হওয়ায় শারীরিক সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কী কারণে মৃত্যু হতে পারে, তা বোঝার চেষ্টা করা হচ্ছে। ধর্মেন্দ্র দেহের ময়নাতদন্ত হচ্ছে। বরেলি থেকে ইন্ডিয়ান ভেটারিনারি রিসার্চ ইনস্টিটিউটের আধিকারিককে খবর দেওয়া হয়েছে। তাঁরা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবেন।'
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার গণ্ডারটির দেহের ময়নাতদন্ত হচ্ছে ন্যাশনাল জুলজিক্যাল পার্কের জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে। ওই গণ্ডারের খাঁচায় থাকা মেয়ে গণ্ডারগুলির মধ্যে কোনওরকম অস্বাভাবিকতা পাওয়া যায়নি। তাদেরও নজরে রাখা হয়েছে।
২৮ ডিসেম্বর দিল্লির এই চিড়িয়াখানায় ৯ মাসের এক বাঘের ছানার মৃত্যু হয়। তার যদিও শারীরিক কিছু সমস্যা ছিল। ভুগছিল বেশ কছুদিন ধরে। তবে, পর পর এমন মৃত্যুতে অবশ্যই চিন্তায় কর্তৃপক্ষ।