মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে অমৃতসরের জেলাশাসক জানিয়েছেন।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 May 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের অমৃতসরে (Amirisar, Punjab) বিষমদ (hooch) খেয়ে ১৫ জন মারা গিয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে অমৃতসরের জেলাশাসক জানিয়েছেন। বিষমদে মৃত্যুর খবর ধামাচাপা দিতে বহু দেহ পুড়িয়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ১০ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। পাঞ্জাব সরকার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।
পুলিশ জানিয়েছে, অমৃতসরের মিঝিতা ব্লকের একাধিক গ্রামে বিষমদে মৃত্যুর খবর এসেছে। ওই এলাকায় বহুদিন ধরে বেআইনি মদের কারবার চলছিল বলে গ্রামবাসীদের অভিযোগ।
বছর দশ আগে পশ্চিমবঙ্গে দক্ষিণ ২৪ পরগনায় বিষমদে মৃত্যুর ঘটনায় 'খোঁড়া বাদশা' নামে এক ব্যক্তির বেআইনি মদ বিক্রির বিশাল ব্যবসার হদিশ পাওয়া গিয়েছিল। সেই ঘটনায় মৃতের সংখ্যা দেড়শো ছাপিয়ে যায়। পাঞ্জাবের তরণতারণ জেলায় গত বছর ১১৩ জন বিষমদ খেয়ে মারা যায়।
পাঞ্জাবের ঘটনায় খোঁড়া বাদশার মতো পুলিশ প্রশাসনের কাছের মানুষ কোনও অপরাধীর খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি জায়গা থেকেই ওই মদ বিক্রি করা হয়েছিল। প্রভজিত সিং ও সাহিব সিং নামে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। তবে তারাই মদ ব্যবসার প্রধান কারিগর কিনা এখনও স্পষ্ট হয়নি।