শেষ আপডেট: 1st March 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন। আগামী ৮ মার্চ থেকে রাজ্যে জনজীবন স্বাভাবিক করার নির্দেশ দিলেন। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইস্তফা দেওয়ার পর উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার পর এই প্রথম নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রক এদিন একইসঙ্গে শান্তি ও শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে।
মন্ত্রকের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন নয়াদিল্লিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। যে বৈঠকে দাঙ্গাপীড়িত মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওই আলোচনায় মন্ত্রী আগামী ৮ মার্চ থেকে যাতে রাজ্যের সর্বত্র মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসেন, সে বিষয়ে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে শান্তি ভাঙতে চাইবে যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন।
অমিত শাহের সঙ্গে এই বৈঠকে রাজ্যপাল অজয়কুমার ভাল্লা এবং রাজ্যের পদস্থ অফিসাররা হাজির ছিলেন। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করার পর রাষ্ট্রপতির শাসন জারি হয় মণিপুরে। ২০২৩ সালের ৩ মে থেকে মণিপুরে মেইতেই ও কুকি জো সম্প্রদায়ের জাতিদাঙ্গায় বহু রক্তক্ষয় ও সম্পত্তিহানি ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রক এদিন আরও নির্দেশ দিয়েছে যে, মণিপুরের সঙ্গে মায়ানমারের আন্তর্জাতিক সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া তুলে দেওয়া হবে। মণিপুরকে মাদকমুক্ত করার জন্য এই ব্যবসায় জড়িত সব শাখাকে সমূলে উৎপাটন করবে সরকার।