Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা একটা সুন্দর অনুভূতি', সন্তান আগমনের খবরে আর কী বললেন রাজকুমার রাও?আলোর ঝলকানি আর শরীরে শুধু সাদা মনোকিনি, ফটোশুটে নজর কাড়লেন প্রজ্ঞা জয়সওয়ালএসএনইউ-তে স্বাস্থ্যবিজ্ঞান পাঠে নতুন শিক্ষা পদ্ধতি, কেন এই কোর্স সম্ভাবনাময়বর্ষাকাল শুরু হলেই পেটের সমস্যা সঙ্গী! কী করবেন, কোনটা এড়িয়ে চলবেন - পরামর্শ দিলেন চিকিৎসকবর্ষায় ইলিশের বাহার, কলকাতার সেরা পাঁচতারা হোটেলে শুরু 'হিলসা ফেস্টিভ্যাল', কবে কোথায়?এখন শুধু নেগেটিভ আর ন্যারেটিভ, পজিটিভটা কেউ বলে না! শিল্পান্নর উদ্বোধনে বললেন মমতানিম্নচাপ কিছুটা সরলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ, বাড়বে ভোগান্তি'ওঁকে অসুস্থ বলে মনে হচ্ছে, ভয়ানক লাগছে’, করণের চেহারা দেখে উদ্বেগে নেটপাড়াশরীরের একদিকে ব্লেজার, আরেক দিকে শুধুই ব্রা! প্রিয়াঙ্কার ফটোতে কমেন্ট আসছে 'উফ! সো... হট'বিশ্বমঞ্চে মোস্টলি সেন! টাইমসের ‘ডিজিটাল কণ্ঠ’-র তালিকায় একমাত্র ভারতীয় প্রাজক্তা
Ahmedabad Plane Crash

'পুড়েছে ১.২৫ লক্ষ লিটার জ্বালানি, কাউকে বাঁচানোর কোনও সুযোগই ছিল না', জানালেন অমিত শাহ

দুর্ঘটনার ভয়াবহতায় আলাদা করে কাউকে চিহ্নিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানা গেছে। ফলে মনে করা হচ্ছে, ডিএনএ পরীক্ষা থেকেই জানা যাবে প্রকৃত প্রাণহানির সংখ্যা।

'পুড়েছে ১.২৫ লক্ষ লিটার জ্বালানি, কাউকে বাঁচানোর কোনও সুযোগই ছিল না', জানালেন অমিত শাহ

ছবি- সংগৃহিত

শেষ আপডেট: 13 June 2025 02:40

দ্য ওয়াল ব্যুরো: ১২ জুন, বৃহস্পতিবার বিকেলে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা (Air India Plane Crash) নিয়ে শোক প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন তিনি। সরেজমিনে সবটা ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী রাম মোহন নাইডু এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভেঙে পড়ার পর বিমানে থাকা বিপুল পরিমাণ জ্বালানি দাউদাউ করে জ্বলে ওঠায় কোনও যাত্রীকে বাঁচানোর সুযোগই ছিল না।

তাঁর কথায়, ‘বিমানে প্রায় ১.২৫ লক্ষ লিটার জ্বালানি ছিল। তাপমাত্রা ছিল ভয়াবহ রকমের বেশি। ফলে কাউকে বাঁচানোর কোনও সুযোগই ছিল না।’

দুর্ঘটনার ভয়াবহতায় আলাদা করে কাউকে চিহ্নিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানা গেছে। ফলে মনে করা হচ্ছে, ডিএনএ পরীক্ষা থেকেই জানা যাবে প্রকৃত প্রাণহানির সংখ্যা।

অমিত শাহ জানান, ‘দুর্ঘটনাস্থল থেকে প্রায় সব মরদেহ উদ্ধার করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য মৃতদের আত্মীয়দের নমুনা সংগ্রহ করা হচ্ছে। ১,০০০-এর বেশি পরীক্ষা হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য ফরেনসিক ল্যাব একসঙ্গে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘বিদেশে থাকা যাত্রীদের পরিবারগুলিকেও ইতিমধ্যেই জানানো হয়েছে, তাঁদের নমুনাও যত দ্রুত সম্ভব সংগ্রহ করা হবে।’

তবে, মর্মান্তিক এই দুর্ঘটনায় মাত্র একজন যাত্রী বেঁচে ফিরেছেন। তিনি ৩৮ বছর বয়সি ব্রিটিশ নাগরিক রমেশ বিশ্বাসকুমার। তিনি বিমানের ১১A সিটে বসেছিলেন, যা একটি ‘এমার্জেন্সি এক্সিট’ দরজার ঠিক পিছনে ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি আহত রমেশের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন। দেশবাসীর পক্ষ থেকে, গুজরাত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকেও শোক ও সমবেদনা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘দুর্ঘটনার ১০ মিনিটের মধ্যেই কেন্দ্রীয় সরকারকে জানানো হয়। মুখ্যমন্ত্রী, হোম ডিপার্টমেন্ট ও বেসামরিক বিমান পরিবহণ দফতরের কন্ট্রোল রুম সক্রিয় হয়ে ওঠে। প্রধানমন্ত্রী মোদী নিজে ফোন করে আমাকে ঘটনার বিষয়ে কথা বলেন।’

বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনাটি গত এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে।


ভিডিও স্টোরি