শেষ আপডেট: 7th December 2024 19:09
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে ক্রমাগত অপরাধ বাড়ছে। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করতে পারছে না। এই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দুষলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কটাক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রী ভোট নিয়ে ব্যস্ত তাই আইনশৃঙ্খলা নিয়ে ভাবার সময় নেই।
সম্প্রতি রাজধানী দিল্লিতে পরপর খুনের ঘটনা ঘটেছে। এক ব্যবসায়ীকে গুলিতে ঝাঁঝরা করেছে দুষ্কৃতীরা। অন্যদিকে এক ব্যক্তিকে ছুরি মেরে খুন করা হয়েছে। মূলত এই দুটি ঘটনা নিয়েই অমিত শাহকে নিশানা করেছেন কেজরিওয়াল। তাঁর কথায়, দিল্লির আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। সেটা দেখার এবং পরিস্থিতি বদল করার দায়িত্ব যার সেই স্বরাষ্ট্রমন্ত্রী ভোট নিয়ে ব্যস্ত। তাহলে কোনও কিছুর বদল হবে কী করে, এই প্রশ্ন তুলেছেন তিনি।
দিল্লিতে যে সব ঘটনা ঘটছে তার পিছনে বড় বড় গ্যাংস্টাররা রয়েছে বলে বড় দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর এও ধারণা, যারা গ্রেফতার হচ্ছেন তারা বোরে মাত্র, আসল মাথারা লুকিয়ে আছে যাদের ধরতে ব্যর্থ অমিত শাহের পুলিশ।
নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেছেন, দিল্লিতে মহিলারা সুরক্ষিত নয়। প্রায় প্রতিদিনই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটছে। দিল্লি পুলিশ সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারছে না।
শনিবারই সকালে সুনীল জৈন নামের এক ব্যবসায়ীকে গুলি করে খুন করেছে দুই দুষ্কৃতী। দিল্লির ফর্স বাজারের ঘটনা। ওই ব্যবসায়ী স্কুটারে করে যমুনা স্পোর্টস কমপ্লেক্সে হাঁটতে গেছিলেন। স্কুটার রেখে হাঁটেন প্রতিদিনের মতো। হাঁটা শেষে স্কুটারে চেপে ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করে দুই দুষ্কৃতী। তাঁর ওপর সাত-আট রাউন্ড গুলি চালানো হয়।