শেষ আপডেট: 18th December 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: আম্বেদকরকে নিয়ে কংগ্রেস, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ তামাম বিরোধী দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তুলোধনা করতে থাকায়, বুধবার বিকেলে তার জবাব দিলেন বিজেপি নেতা শাহ নিজে। তাঁর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সহকর্মীর পাশে দাঁড়িয়ে আক্রমণ করেছিলেন কংগ্রেসকে। তবে এদিন খোদ শাহ দেশের প্রাচীনতম দলকে কাঠগড়ায় চাপিয়ে বলেন, এই দলটি হল আম্বেদকর বিরোধী এবং সংবিধান বিরোধী দল।
দেশের সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের সঙ্গে মনোমালিন্যের কারণে তাঁকে 'ভারতরত্ন' যাতে না দেওয়া যায়, তার জন্য সব ধরনের চেষ্টা করেছিল। এদিন একটি সাংবাদিক সম্মেলন করে শাহ বলেন, গতকাল (মঙ্গলবার) থেকে কংগ্রেস বিকৃত করে আমার বক্তব্যকে তুলে ধরছে। সত্যের অপলাপ করে চলেছে। যার তীব্র নিন্দা করছি আমি।
#WATCH | Delhi: Union Home Minister Amit Shah says, "......Since yesterday, Congress has been presenting the facts in a distorted way and I condemn it... Congress is anti-BR Ambedkar, it is against reservation and the Constitution. Congress also insulted Veer Savarkar. By… pic.twitter.com/V2QYjPz11V
— ANI (@ANI) December 18, 2024
শাহের অভিযোগ, কংগ্রেস হল বিআর আম্বেদকর বিরোধী। ওরা সংরক্ষণের বিপক্ষে এবং সংবিধানের বিরুদ্ধে। কংগ্রেস বীর সাভারকরকে অপমান করেছে। দেশে জরুরি অবস্থা জারি করে তারা সংবিধানের মূল্যবোধকে ধুলোয় টেনে এনে ফেলেছিল। তিনি আরও বলেন, আম্বেদকরকে যাতে ভারতরত্ন সম্মান না দেওয়া যায়, তার সর্বতো চেষ্টা করে গিয়েছে কংগ্রেস। এমনকী এই দলই আম্বেদকরকে লোকসভা ভোটে জিততে দেয়নি এককালে।
এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এদিন বলেন, আমাদের দাবি অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি আম্বেদকরের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে, তাহলে আজ রাতের মধ্যেই অমিত শাহকে বরখাস্ত করা উচিত তাঁর। অমিত শাহের মন্ত্রিসভায় থাকার কোনও অধিকার নেই।
জবাবে অমিত শাহ বলেন, সংবিধানের ৭৫ বছর পূর্তিতে সংসদে বিস্তর আলোচনা হয়েছে। বিজেপির সব এমপি তাঁদের ভাষণে বুঝিয়ে দিয়েছেন যে, কংগ্রেস পার্টি কীভাবে আম্বেদকরের বিরোধিতা করেছিল একসময়। তিনিও কংগ্রেস সম্পর্কে কী ধারণা পোষণ করতেন। কংগ্রেসই কীভাবে দেশের সাংবিধানিক মৌলিক অধিকারকে হত্যা করেছিল। অথচ, ওরাই সত্যকে বিকৃত করে অপপ্রচার চালিয়ে যায়।