Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রী
Parliament session-NEET-UG 2024 Row

নিট নিয়ে সাঁড়াশি চাপে মোদী, সংসদে জবাব চেয়ে তুমুল হট্টগোল, সোম পর্যন্ত লোকসভা মুলতুবি

আগামী সোমবার ফের বসবে লোকসভা।

নিট নিয়ে সাঁড়াশি চাপে মোদী, সংসদে জবাব চেয়ে তুমুল হট্টগোল, সোম পর্যন্ত লোকসভা মুলতুবি

শুক্রবার সংসদ চত্বরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

শেষ আপডেট: 28 June 2024 06:58

দ্য ওয়াল ব্যুরো: প্রত্যাশামতোই নিট-ইউজি ২০২৪ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শুক্রবার সকাল থেকেই সংসদে বিরোধীদের সাঁড়াশি চাপের মুখে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। বিরোধীরা একযোগে আলোচনার দাবি তোলায় প্রথমে দুপুর ১২টা পর্যন্ত দুই কক্ষই মুলতুবি ঘোষণা করা হয়। ১২টার সময় লোকসভা ফের বসলে বিরোধী জোটের শরিকরা দাবিতে অনড় থাকে। তুমুল স্লোগান-বিক্ষোভের কারণে স্পিকার ওম বিড়লা এদিনের মতো সভা মুলতুবি করে দেওয়া হয়। আগামী সোমবার ফের বসবে লোকসভা।

লোকসভা ও রাজ্যসভার দুই কক্ষেই এদিন নিট নিয়ে আলোচনার দাবি ওঠে। কিন্তু, বিরোধীদের মুলতুবি প্রস্তাবের জবাবে লোকসভার স্পিকার ওম বিড়লা আলোচনার দাবি নাকচ করে দেন। কারণ সভার কার্যাবলি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হওয়ার কথা জানান স্পিকার। তখন বিরোধীরা স্লোগান দিয়ে ব্যাপক হইচই শুরু করেন। একই অবস্থা হয় রাজ্যসভাতেও। ফলে প্রথম দফায় দুপুর ১২টা পর্যন্ত সংসদের দুই কক্ষই মুলতুবি ঘোষণা করা হয়।

মুলতুবি হওয়ার আগেই লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, নিট ইস্যুতে আমরা আলোচনার দাবি জানাচ্ছি। আমরা চাই, বিরোধী দল ও সরকারের তরফ থেকে দেশের ছাত্রছাত্রীদের কাছে একটি যৌথ বার্তা দেওয়া হোক। সংসদ শুরুর আগেও বাইরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জোরের সঙ্গে বলেন, আমরা নিট ইস্যুতে আলোচনা চাই। কারণ এর সঙ্গে দেশের যুবসমাজের ভবিষ্যৎ জড়িত।

এদিন সকালেই কংগ্রেস এমপি রঞ্জিত রঞ্জন, গৌরব গগৈ লোকসভায় নিট পরীক্ষার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ মুলতুবি প্রস্তাব পেশ করেন। তাঁরা নিট কেলেঙ্কারি এবং পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির ব্যর্থতার প্রশ্নে লোকসভায় আলোচনার দাবি জানান।

অন্যদিকে, রাজ্যসভায় প্রশ্নফাঁস কাণ্ডে কংগ্রেস সদস্য সৈয়দ নাসির হুসেন ২৬৭ বিধি অনুযায়ী নিট নিয়ে সাসপেনশন অফ বিজনেস নোটিস আনেন। শুধু কংগ্রেসই নয়, আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিং রাজ্যসভায় নিট বিতর্ক নিয়ে আলোচনার দাবি তুলেছেন।

এই অবস্থায় বিরোধীদের চাপের মুখে ডাক্তারি পরীক্ষায় ভর্তির সর্বভারতীয় পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে জবাব দিতে পারেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সূত্রে জানা গিয়েছে, রাখঢাকের চেষ্টা না করে সরকারপক্ষ বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে হোমওয়ার্ক সেরে ফেলেছে।

কারণ, বিরোধী ইন্ডিয়া জোট হাতে গরম এই ইস্যু নিয়ে বিশেষ অধিবেশনে সরকারকে কোণঠাসা করতে বদ্ধপরিকর। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে আয়োজিত শরিকদের বৈঠকেও এ বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে।


ভিডিও স্টোরি