ব্লিঙ্কিটের অ্যাম্বুল্যান্স পরিষেবা।
শেষ আপডেট: 3rd January 2025 10:53
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন অর্ডারের মাধ্যমে দ্রুত ঘরে ঘরে পণ্য সরবরাহকারী সংস্থা ব্লিঙ্কিট এবার স্বাস্থ্য পরিষেবায় নতুন মাত্রা যোগ করল (Blinkit Ambulance)। সংস্থার সিইও অলবিন্দর ধিন্দসা ঘোষণা করেছেন, এবার মাত্র ১০ মিনিটে অ্যাম্বুল্যান্স পরিষেবা পৌঁছে দেওয়ার এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত গুরুগ্রামে চালু হলেও, এই পরিষেবা ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও চালু করার পরিকল্পনা রয়েছে।
অলবিন্দর ধিন্দসা জানিয়েছেন, প্রাথমিকভাবে পাঁচটি অ্যাম্বুল্যান্স নিয়ে এই পরিষেবা শুরু করা হয়েছে। অ্যাম্বুল্যান্স বুক করার জন্য ব্লিঙ্কিটের অ্যাপ ব্যবহার করা যাবে। সংস্থার লক্ষ্য, বুকিংয়ের ১০ মিনিটের মধ্যে রোগীর কাছে অ্যাম্বুল্যান্স পৌঁছে দেওয়া।
ব্লিঙ্কিটের অ্যাম্বুল্যান্সে থাকবে সব ধরনের আপদকালীন জীবনদায়ী সরঞ্জাম।
প্রতিটি অ্যাম্বুল্যান্সে একজন প্যারামেডিক, একজন সহকারী এবং একজন প্রশিক্ষিত চালক থাকবেন, যাঁরা রোগীকে দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন।
অলবিন্দর ধিন্দসা জানান, এই পরিষেবার মূল লক্ষ্যই হল মানুষের জীবন রক্ষা করা। এটি কোনও লাভজনক উদ্যোগ নয়। পরিষেবার মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা হবে, যাতে সবাই উপকৃত হতে পারেন। শুধু তাই নয়, স্বাস্থ্য পরিষেবার এই উদ্যোগে তারা খুবই সতর্ক বলেও জানিয়েছে ব্লিঙ্কিট। কারণ, এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে পরিষেবার পরিসর বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
পাশাপাশি, অলবিন্দর বিশেষভাবে উল্লেখ করেছেন যে, রাস্তায় অ্যাম্বুল্যান্সের জন্য পথ ছেড়ে দেওয়া অত্যন্ত জরুরি। শুধু এই একটি উদ্যোগই হয়তো কোনো অমূল্য প্রাণ বাঁচাতে পারে।
গত ৩১ ডিসেম্বর একদিনে সর্বাধিক অর্ডার পাওয়ার সাফল্যের পর ব্লিঙ্কিট এবার স্বাস্থ্য খাতে নিজেদের কার্যক্রম প্রসারিত করতে চাইছে। এই উদ্যোগ তাঁদের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা সংস্থার। এই অভিনব উদ্যোগ সাধারণ মানুষের জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।