শেষ আপডেট: 22nd November 2024 13:34
দ্য ওয়াল ব্যুরো: বন্ধুর বিয়েতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের। নবদম্পতির সামনে দাঁড়িয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল সে! তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও কোনও লাভ হয়নি। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা দেখে আতঙ্কিত সকলেই।
অন্ধ্রপ্রদেশের কুরনুলে একটি বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে। ভামসি নামের এক যুবক পেনুমাদা গ্রামে তাঁর বন্ধুর বিয়েতে গেছিল। সেখানেই তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বিবাহিত বন্ধুর পাশে দাঁড়িয়ে তাঁকে উপহার দিচ্ছে যুবক। কিন্তু হঠাৎ করেই সে তাঁর শরীরের ভারসাম্য হারাতে শুরু করে।
যুবকের আশেপাশে তাঁর আরও অনেক বন্ধু ছিল। তাঁরা প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি। কিন্তু যখন সে প্রায় পড়ে যাচ্ছে তখনই তাঁকে ধরে ফেলেন কয়েকজন। কী হয়েছে বুঝতে না পেরে সকলেই হকচকিয়ে যান। তারপর যুবকের কোনও সাড়া-শব্দ না পাওয়ায় দ্রুত তাঁকে কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে।
বেঙ্গালুরুতে অ্যামাজন কোম্পানিতে চাকরি করত ভামসি। তাঁর আগে থেকে কোনও হার্টের সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মনে করা হচ্ছে, অতিরিক্ত কাজের চাপ বা মানসিক চাপের থেকে এই ঘটনা ঘটতে পারে। এমনিতেই কোভিডকালের পর থেকে সাধারণ মানুষের মধ্যে হৃদরোগের সমস্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত কয়েক বছরে এমন ঘটনা বারবার সামনে এসেছে। তাই স্বাভাবিকভাবেই ফের আতঙ্ক সৃষ্টি হয়েছে।