শুরু হল অমরনাথ যাত্রা ২০২৫-এর রেজিস্ট্রেশন
শেষ আপডেট: 14th April 2025 14:11
দ্য ওয়াল বুরো: দক্ষিণ কাশ্মীরের হিমালয়ের গর্ভে অবস্থিত পবিত্র অমরনাথ গুহা। এই তীর্থক্ষেত্র হিন্দু ধর্মের মানুষদের মনে বিশেষ জায়গা অধিকার করে রয়েছে। এইবছর অমরনাথ যাত্রা (Amarnath Jatra) শুরু হতে চলেছে ৩ জুলাই এবং চলবে ৯ আগস্ট পর্যন্ত।
বার্ষিক এই যাত্রার সূচনায় গুহামন্দিরেই হয়েছে ‘প্রথম পুজো’, যা এই তীর্থযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধনের প্রতীক বলে মনে করা হয়।
প্রতিবছর অসংখ্য ভক্ত দীর্ঘ পথ পাড়ি দেন এই তীর্থযাত্রার উদ্দেশে। এখানে একটি প্রাকৃতিক শিবলিঙ্গ (বরফের তৈরি) রয়েছে—যা ভগবান শিব হিসেবে পূজিত হয়। ২০২৫ সালের এই যাত্রায় অংশ নিতে আগে থেকে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে।
শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড (SASB)-এর ওয়েবসাইট অনুযায়ী, এই বছরের যাত্রা শুরুর আগে নাম নথিভুক্তের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
কীভাবে রেজিস্ট্রেশন করবেন, রইল ধাপে ধাপে তার বিস্তারিত তথ্য-
১) প্রথমে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের (SASB) অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং ‘Advance Registration’ লিঙ্কে ক্লিক করুন।
২) নির্দেশিকা (Do’s and Don’ts) ভালভাবে পড়ে নিন। এরপর 'I Agree'-তে ক্লিক করে 'Register' অপশনে যান।
৩) প্রয়োজনীয় তথ্য দিন, পাসপোর্ট সাইজ ছবি এবং বাধ্যতামূলক হেলথ সার্টিফিকেট (CHC) স্ক্যান করে আপলোড করুন।
৪) আপনার মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে, সেটি দিয়ে ভেরিফিকেশন করুন।
৫) ভেরিফিকেশন হয়ে গেলে দু’ঘণ্টার মধ্যে রেজিস্ট্রেশন ফি দেওয়ার জন্য একটি লিঙ্ক পাঠানো হবে। সূত্র অনুযায়ী, প্রতিজনের জন্য রেজিস্ট্রেশন ফি হতে পারে ২২০ টাকা।
৬) পেমেন্ট হয়ে গেলে ওয়েবসাইট থেকেই আপনার অমরনাথ যাত্রার ‘রেজিস্ট্রেশন পারমিট’ (Registration permit) ডাউনলোড করতে পারবেন।
৭) সবকটি ধাপ ঠিকঠাক হলে, একটি অফিসিয়াল অনুমতিপত্র (official permit) ইস্যু হবে।
অমরনাথ যাত্রায় কী কী প্রয়োজনীয় কথা মাথায় রাখবেন:
• প্রত্যেকে যাত্রা শুরুর আগে অবশ্যই নির্ধারিত কেন্দ্র থেকে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড (RFID কার্ড) সংগ্রহ করতে হবে। RFID কার্ড ছাড়া কোনও যাত্রীকে যাত্রা শুরুর অনুমতি দেওয়া হবে না।
• কার্ড সংগ্রহের সময় পরিচয়পত্র হিসেবে আধার কার্ড সঙ্গে রাখতে হবে।
• যাত্রাপথে নিরাপত্তার জন্য সবসময় RFID ট্যাগ সঙ্গে নিয়ে চলতে হবে।
• যে কোনও সময় আবহাওয়া খারাপ হতে পারে- তাই গরম পোশাক, ছাতা, উইন্ডচিটার বা রেইনকোট সঙ্গে রাখুন।
• জরুরি অবস্থার জন্য নিজের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর লিখে একটি চিরকুট সঙ্গে রাখুন।
যে বিষয়গুলি এড়িয়ে চলবেন:
• যাত্রার সময় মদ্যপান-ধূমপান এবং ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলুন।
• উচ্চতাজনিত অসুস্থতার লক্ষণ উপেক্ষা করবেন না।
• যে সব স্থানে সতর্কতামূলক সাইন দেওয়া আছে, সেখানে থামবেন না।
• যাত্রাপথে পরিবেশ দূষণ বা প্রকৃতির ক্ষতি হয়—এমন কোনও কাজ করা থেকে বিরত থাকুন।
দল হিসেবে রেজিস্ট্রেশনের (Group registration) সুবিধাও রয়েছে:
যাঁরা ৫ জন বা তার বেশি সংখ্যার একটি দল নিয়ে যাত্রা করতে চান, তাঁদের জন্য গ্রুপ রেজিস্ট্রেশন-এর সুযোগ রয়েছে। এই প্রক্রিয়ার ক্ষেত্রে যত আগে আসবেন সেই হিসেবে আগে সুযোগ পাবেন, এই ভিত্তিতে অগ্রাধিকার পাওয়া যাবে।