খাজান সিং।
শেষ আপডেট: 27 April 2024 07:11
দ্য ওয়াল ব্যুরো: অর্জুন পুরষ্কারপ্রাপ্ত এক সিআরপিএফ কর্তার বিরুদ্ধে আগেই যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স।
অভিযোগ প্রমাণিত হওয়ার পরে ইউপিএসসি ওই অফিসারকে বরখাস্ত করার সুপারিশ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রকে। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রক সুপারিশ মেনে ওই অফিসারকে বরখাস্ত করার নোটিস জারি করেছে।
সংবাদ সংস্থা সূত্রের খবর, সিআরপিএফের ওই কর্তার নাম খাজান সিং। তিনি ডিআইজি পদমর্যাদার অফিসার। নিয়ম অনুযায়ী, ১৫ দিনের মধ্যে তাঁকে বরখাস্তের নোটিসের জবাব দিতে হবে।
মুম্বইয়ে কর্মরত ওই অফিসারের বিরুদ্ধে আধাসামরিক বাহিনীর মহিলাদের উপর যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে মোট দু’টি অভিযোগ রয়েছে। যার একটি মামলায় তাঁকে বরখাস্তের নোটিস পাঠানো হল। অন্যটির তদন্ত এখনও চলছে।
তবে বরখাস্তের নোটিসের বিষয়ে অভিযুক্ত অফিসারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে এর আগে যৌন হয়রানির অভিযোগ সম্পর্কে তিনি সংবাদ সংস্থার কাছে দাবি করেছিলেন, "পরিকল্পিতবাবে ফাঁসানো হয়েছে।"