শেষ আপডেট: 27th February 2024 17:00
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা ২৪ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের হাসপাতালে।
নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী চিরাগ যাদবকে আটক করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আলওয়ার জেলায়। সেখানে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ২৪ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক নার্সিং সহকারীর বিরুদ্ধে।
ওই নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, এদিন ভোর ৪টে নাগাদ অভিযুক্ত তাঁকে একটি ইঞ্জেকশন দিয়েছিল সম্ভবত ঘুম পাড়ানোর জন্য। এরপরই অভিযুক্ত তাঁকে ধর্ষণ করে।
স্ত্রীর কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন নির্যাতিতার স্বামী। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট হাসপাতালে শোরগোল পড়ে যায়। পরে পুলিশ এসে অভিযুক্ত নার্সিং সহকারীকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ফুসফুসে সংক্রমণের কারণে ওই মহিলা হাসপাতালে ভর্তি হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নির্যাতিতার অভিযোগের সপক্ষে প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রের খবর।