বিচারপতি যশবন্ত বর্মা
শেষ আপডেট: 25 March 2025 04:40
দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি যশবন্ত বর্মার ( justice Jaswant Verma) মঙ্গলবার এলাহাবাদ হাই কোটে (Allahabad High court) যোগ দেওয়ায় কথা৷ তাঁর যোগদান আটকাতে হাই কোর্টের বার অ্যাসোসিয়েশন (Bar Association) মঙ্গলবার আদালহ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল তিওয়ারি বলেছেন শুধু বার অ্যাসোসিয়েশন নয়, এলাহাবাদ হাই কোর্টের আইনজীবী ও কর্মচারীদের মোট ২২টি সংগঠন বিচারপতি বর্মার নিয়োগ আটকাতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছে।
গত সপ্তাহে দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার দিল্লির বাংলো থেকে প্রায় কুড়ি কোটি টাকা নগদ টাকা উদ্ধার হয়। বাংলোয় আগুন লাগলে দমকল গেলে একটি বন্ধ ঘর থেকে টাকা উদ্ধার হয়। ওই টাকার বিষয়ে বিচারপতি কোনও সদুত্তর দিতে পারেননি। তিনি পূর্ত দফতরের আধিকারিকদের দিকে ইঙ্গিত করেছেন। তাঁর কথায় আগুন লাগার সময় তিনি বাংলোয় ছিলেন না। বাংলোর চাবি ছিল পূর্ত বিভাগের আধিকারিকদের কাছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Chief Justice of India Sanjeev Khanna) ওই ঘটনার তদন্তে বিচারপতিদের দিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন৷ কমিটি দিল্লি পুলিশের (Delhi Police) কাছে বিচারপতি বর্মার ফোন কলের বিস্তারিত তালিকা চেয়ে পাঠিয়েছে।
ওই ঘটনায় ইতিমধ্যে বিতর্কে জড়িয়েছেন দিল্লির দমকল বিভাগের অধিকর্তা। তিনি দাবি করেছিলেন, বিচারপতির বাংলো নগদ টাকা পাওয়া যায়নি। কেন তিনি উল্টো বয়ান দিয়েছিলেন, বিচারপতি বর্মা তাঁকে ফোনে প্রভাবিত করেছিলেন কিনা খতিয়ে দেখবে কমিটি।
এদিকে, দিল্লি পুলিশের পাঁচ অফিসারও ওই ঘটনায় সন্দেহের তালিকায় রয়েছেন। তাঁরা ঘটনার পর বিচারপতির বাড়িতে গিয়েছিলেন। তাঁরাও টাকা পাওয়ার বিষয়টি লঘু করার চেষ্টা চালিয়েছিলেন বলে অভিযোগ।
সোমবার দিল্লি পুলিশের কমিশনার (Delhi police commissioner) ওই পাঁচ পুলিশ অফিসারকে ডেকে জানিয়ে দেন, তদন্তকারী বিচারপতিদের সামনে স্বচ্ছতা বজায় রেখে বয়ান দিতে হবে। সেই সঙ্গে তাঁদের মোবাইল ফোনগুলি জমা নিয়ে নেন পুলিশ কমিশনার। ওই পুলিশ অফিসারদের সঙ্গে বিচারপতি বর্মা অথবা তাঁর ঘনিষ্ঠ কারও কথা হয়েছিল কিনা খতিয়ে দেখে তদন্তকারী বিচারপতিদের কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে।