শেষ আপডেট: 5th March 2025 09:36
দ্য ওয়াল ব্যুরো: উত্তর প্রদেশের (Uttar Pradesh) সম্ভলের (Sambhal) জামা মসজিদকে Mosque) বিতর্কিত নির্মাণ (disputed structure) বলে দাবি করে মামলা হয়েছে। এলাহাবাদ হাই কোর্টের (Allahabad high court) সিঙ্গল বেঞ্চের বিচারপতি রহিত রঞ্জন আগরওয়াল মামলাটি গ্রহণ করেছেন।
প্রসঙ্গত, অযোধ্যায় (Ayodhya) রামমন্দির-বাবরি মসজিদ (Ram mandir-Babri Mosque dispute) বিবাদেও ‘বিতর্কিত নির্মাণ’ শব্দটি ব্যবহার করেছিল হিন্দু পক্ষ। তার জেরে আদালত মসজিদে নমাজ পাঠের অধিকার কেড়ে নিয়েছিল। সাড়ে পাঁচশো বছর ধরে চলা সেই বিবাদের নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর বিতর্কিত জমিতে তৈরি হয়েছে রাম মন্দির।
সম্ভলের জামা মসজিদটি নিয়ে হত বছর থেকে বিবাদ চলছে। মসজিদটি হরিশঙ্কর মন্দির ভেঙে তৈরি করা হয় বলে হিন্দু পক্ষ দাবি করে আদালতে। এলাহাবাদ হাই কোর্ট আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়াকে (Archaeological Society of India) জরিপের নির্দেশ দেয়। জরিপ রিপোর্টে কিছু খামতি থাকায় আদালত তা নতুন করে করার নির্দেশ দিয়েছে।
এরই মধ্যে মসজিদের পরিচালন কমিটি সেটি রং করার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়। কিন্তু এএসআই (ASI) জানায় মসজিদটি পরিস্কার করা যেতে পারে। কিন্তু নতুন রং করার কোনও প্রয়োজন নেই।
অন্যদিকে, হিন্দুপক্ষের (Hindu prtetioner) হয়ে হরিশঙ্কর জৈন তাঁর নতুন মামলায় সম্ভলের মসজিদটিকে বিতর্কিত নির্মাণ বলে দাবি করে মামলা করেছেন। আদালত সেই মামলা গ্রহণ করায় গোটা বিতর্ক অন্য মাত্রা পেয়ে গেল। এখন মামলা কতদিন চলবে সেই প্রশ্নই মুখ্য হয়ে উঠেছে। হরিশঙ্কর জৈনের বক্তব্য, অতঃপর মুসলিমরা (Muslim) ওই নির্মাণকে মসজিদ বললে হিন্দুরা বলবে মন্দির। বিবাদের নিষ্পত্তি হবে আদালতে।