শেষ আপডেট: 8th March 2025 14:39
দ্য ওয়াল ব্যুরো: দেশে প্রথমবারের মতো শুধুমাত্র মহিলারাই চালালেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day) নয়া ইতিহাস ভারতীয় রেলের (Indian Railways)। চালক হোন বা টিকিট পরীক্ষক, সহকারী চালক ও ক্যাটারিং স্টাফ সকলেই এদিন মহিলা কর্মী ছিলেন।
শনিবার সেন্ট্রাল রেলওয়ের (Central Railways) তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে ছবি সামনে আসতেই উপচে পড়ছে প্রশংসা। তবে অনেকেই ভারতীয় রেলকে সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তার গলদের কথাও মনে করিয়েছেন।
এদিন ২২২২৩ মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে শিরদি পর্যন্ত চলাচল করা বন্দে ভারত এক্সপ্রেসে নারীশক্তিকে বন্দনা করতেই এই বিশেষ উদ্যোগ। এই ট্রেনের নম্বর ২২২২৩। শনিবার এই ট্রেনের সমস্ত কর্মীরাই ছিলেন মহিলা।
সেন্ট্রাল রেলওয়ে এক্স হ্যান্ডলে লিখেছে, ‘ঐতিহাসিক মুহূর্ত! প্রথমবার সম্পূর্ণ মহিলা চালিত বন্দে ভারত এক্সপ্রেস সিএসএমটি স্টেশন থেকে ছেড়েছে। ভারতীয় রেলে মহিলাদের শক্তি, নেতৃত্ব এবং আত্মত্যাগকে উদযাপন করতে পেরে গর্বিত।’
????✨ HISTORIC MOMENT! ✨????
— Central Railway (@Central_Railway) March 8, 2025
For the first time ever, a Vande Bharat Express is being fully operated by an all-women crew, departing from CSMT on this #InternationalWomensDay!
???? Train No. 22223 CSMT - Sainagar Shirdi Vande Bharat Express left CSMT today with an all-women crew:… pic.twitter.com/H40fA5ZwHc
পাশাপাশি সেন্ট্রাল রেলের তরফে আরও জানানো হয়েছে, ভারতীয় রেল সব সময় মহিলাদের জন্য নয়া সুযোগ তৈরি করে। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবসে এমন উদ্যোগের জন্য আমরা গর্বিত। তবে শুধু প্যাসেঞ্জার নয়, মহিলা পরিচালিত মালবাহী ট্রেনও চালানো হবে।'
এদিকে, শনিবারই নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘নারী দিবসে আমাদের নারীশক্তিকে প্রণাম জানাই। আমাদের সরকার সর্বদা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে এসেছে। আগামীদিনেও করবে। আমাদের পরিকল্পনা এবং কর্মসূচিতেও তার প্রতিফলন ঘটেছে।’
তবে যেখানে রেলওয়ে সেক্টরে মূলত পুরুষ কর্মীদেরই প্রাধান্য অনেকটাই বেশি সেখানে মহিলা পরিচালিত সেমি হাইস্পিড ট্রেন চালিয়ে নারী দিবসে নয়া বার্তা দিল ভারতীয় রেল।