শেষ আপডেট: 28th October 2024 16:24
দ্য ওয়াল ব্যুরো: রবিবার বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই ২০২৬ সালে বাংলায় পরিবর্তন আনার কথা বলেন শাহ। অন্যদিকে সল্টলেকের সভ থেকে ছাব্বিশের টার্গেট’ বেঁধে দেন মিঠুন চক্রবর্তীও। সেই ব্যাপারে তৃণমূলের সাংবাদিক বৈঠকে মলয় ঘটককে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগামী ৫০ বছরেও বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে না।
গত ৬ অক্টোবর সর্বভারতীয় তৃণমূলের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল অসম তৃণমূলের দায়িত্ব বাংলার আইনমন্ত্রী মলয় ঘটকের হাতে। অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অসমের কংগ্রেসনেত্রী সুস্মিতা দেব তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার এই দু'জনের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন অসমের তিন বিশিষ্ট ব্যক্তি।
তৃণমূলে যোগ দেওয়া ওই তিন জন হলেন, দুলু আহমেদ, শিশির দেব কলিতা এবং সঞ্জীব মহান্ত। দুলু তৃণমূলে আসার আগে অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সেই দায়িত্ব সামলেছিলেন। ২০২০-তে তিনি কংগ্রেস ছেড়ে অসম জাতীয় পার্টিতে যোগ দেন। ২০২৪ সালে তাঁকে টিকিট দেয়নি দল। শেষে নির্দল হয়ে ভোটে লড়েন তিনি।
তৃণমূলে যোগদানকারী শিশির দেব কলিতা দীর্ঘ ১৭ বছর ধরে জন-সংযোগ এবং রাজনৈতিক কৌশলী হিসেবে কাজ করেছেন। ২০২১ সালে তিনি অসম জাতীয় পার্টির রাজ্য সভাপতি এবং মুখপাত্রের দায়িত্ব পান।
অন্যদিকে, সঞ্জীব মহান্ত অসম জাতীয় পার্টি তৈরি করতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। ২০২০ সালে দলের চিফ কনভেনর হিসেবে নিযুক্ত হন। এছাড়াও তিনি প্রাক্তন সাংবাদিকও বটে।
এদিন সাংবাদিক বৈঠকে সুস্মিতা বলেন, 'আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, প্রত্যেক রাজ্যে যেখানে বিজেপি এবং তার শরিক দলগুলো লড়াই করছে, তাদেরই বিরুদ্ধে প্রধানত আমাদের লড়াই হবে।'