শেষ আপডেট: 13th July 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের পর ৭ রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফলাফলের প্রবণতায় শনিবার দুপুর ২টো পর্যন্ত এগিয়ে ইন্ডিয়া জোট শরিকরা। পশ্চিমবঙ্গের চারটি সহ দেশের বাকি ৯টি কেন্দ্রের বেশিরভাগেই কংগ্রেস, আম আদমি পার্টি, ডিএমকে প্রার্থীরা জিতে গিয়েছেন। দু-একটি বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই চললেও গণনা প্রায় শেষ পর্যায়ে।
এ পর্যন্ত পাওয়া গতিপ্রকৃতিতে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোটের কংগ্রেস ৪টি, ৪টিতে তৃণমূল, ডিএমকে এবং আপ একটি করে আসনে জিতেছে। অন্যদিকে, হিমাচল প্রদেশের হামিরপুরে বিজেপির প্রার্থী আশিস শর্মা জিতে গিয়েছেন ১৫০০ ভোটে। মধ্যপ্রদেশের অমরওয়ারায় সামান্য ভোটে জিতেছে বিজেপি। বিহারের রুপৌলি কেন্দ্রে জেডিইউ প্রার্থী নির্দল প্রার্থীর কাছে খুব সামান্য ভোটে পিছিয়ে আছেন।
উপনির্বাচনের ফলাফল বলে দিচ্ছে, ইন্ডিয়া-এনডিএ জোটের শক্তির লড়াইয়ে দ্বিতীয় ইনিংসে গোহারা হয়েছে মোদী-শাহ জুটি। ১১-২ ফলাফলে হারছে বিজেপি নেতৃত্বাধীন জোট। বাংলার রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও কলকাতার মানিকতলায় প্রত্যাশা বজায় রেখে জিতেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, পাঞ্জাবের জলন্ধর পশ্চিম কেন্দ্রে জিতেছেন আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগৎ। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সুরিন্দর কৌরকে হারিয়েছেন। উল্লেখ্য, পাঞ্জাবে কংগ্রেস-আপের আসন সমঝোতা হয়নি। বিজেপি এখানে তৃতীয় স্থানে।
হিমাচল প্রদেশের তিনটি কেন্দ্রেই এগিয়ে ছিলেন কংগ্রেস প্রার্থীরা। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির হোশিয়ার সিংকে হারিয়ে দিয়েছেন। নালাগড় কেন্দ্রেও কংগ্রেস প্রার্থী হরদীপ সিং বাওয়া বিজেপির কেএল ঠাকুরকে হারিয়েছেন।
উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলৌর দুটি কেন্দ্রেই জিতেছে কংগ্রেস। বদ্রীনাথে কংগ্রেসের লাখপত সিং বুটোলা বিজেপির রাজেন্দ্র ভাণ্ডারী হারিয়ে দিয়েছেন। তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনের ডিএমকে প্রার্থী আন্নিয়ুর শিবা বিক্রাবন্দি কেন্দ্রে ২৫ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের অমরওয়ারায় বিজেপি প্রার্থী কমলেশপ্রতাপ শাহ কংগ্রেস প্রার্থী ধীরেন শাহের হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষপর্যন্ত কমলেশ ১৫৫৬ ভোটে জিতে যান।
বিহারের রুপৌলি কেন্দ্রে এনডিএ জোটের জেডিইউ প্রার্থী কলাধরপ্রসাদ মণ্ডল সাড়ে ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে থাকলেও শেষের দিকে পিছিয়ে পড়েন। এখানে ইন্ডিয়া জোট প্রার্থী রাষ্ট্রীয় জনতা দলের বিমা ভারতী পিছিয়ে পড়েছেন। নির্দলের শঙ্কর সিং দ্বিতীয় স্থানে থেকেও পড়ে মেকআপ দিয়ে কিছু ভোটে এগিয়ে রয়েছেন।