Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশআবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসিভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকেরএয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাবাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট
Maldives

‘মর্যাদা ভুলছে মলদ্বীপ’, মোদীর অপমানে অগ্নিশর্মা অক্ষয়-সলমনরা বলছেন দেশের দ্বীপগুলোতেই যান

সকলেই আওয়াজ তুলেছেন, বিদেশের বদলে দেশের দ্বীপগুলোতে যান।  অক্ষয় কুমার থেকে সলমন খান, জন আব্রাহাম থেকে শ্রদ্ধা কপূর, সকলেরই দাবি ছিল একটাই—বয়কট করা হোক মলদ্বীপকে।

‘মর্যাদা ভুলছে মলদ্বীপ’, মোদীর অপমানে অগ্নিশর্মা অক্ষয়-সলমনরা বলছেন দেশের দ্বীপগুলোতেই যান

শেষ আপডেট: 8 January 2024 10:33

দ্য ওয়াল ব্যুরো: দেশকে অপমান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুৎসিত কটাক্ষ করার পরেই ফুঁসছে বলিউড।  মলদ্বীপ নাকি লাক্ষাদ্বীপ-পর্যটন কেন্দ্র হিসাবে কোনটা সেরা, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর ও সেখানের পর্যটনকে প্রচারের পরেই মলদ্বীপের তিন মন্ত্রী কুৎসিত মন্তব্য করে বসেন। তারপর থেকেই জলঘোলা শুরু হয়েছে। দেশের পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছেন বলিউডের অভিনেতা থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা। সকলেই আওয়াজ তুলেছেন, বিদেশের বদলে দেশের দ্বীপগুলোতে যান।  অক্ষয় কুমার থেকে সলমন খান, জন আব্রাহাম থেকে শ্রদ্ধা কপূর, সকলেরই দাবি ছিল একটাই—বয়কট করা হোক মলদ্বীপকে।

 সম্প্রতি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন মোদী। সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। লাক্ষাদ্বীপ পর্যটন নিয়ে প্রচারও করেন মোদী। তারপরেই মলদ্বীপের তিন মন্ত্রী নানারকম কুৎসিত মন্তব্য করেন। ওই তিন মন্ত্রী হলেন মরিয়ম শিউনা, মালশা শরিফ এবং মাহজ়ুম মাজিদ। বিশেষ করে মন্ত্রী  মরিয়ম শিউনা ভারতের প্রধানমন্ত্রীকে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে 'জোকার' ও 'ইজরায়েলের হাতের পুতুল' বলে কটাক্ষ করেন।  একই ধরনের আপত্তিজনক ভাষা ব্যবহারের অভিযোগ ছিল মলদ্বীপের বাকি দুই মন্ত্রীর বিরুদ্ধেও। এমনকী তাঁরা এও দাবি করেন সমুদ্র সৈকত ট্যুরিজমে মলদ্বীপের থেকে অনেক পিছিয়ে ভারত। এই মলদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ দ্বন্দ্বের জল অনেকদূর গড়ায়। রীতিমতো প্রতিবাদের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। মলদ্বীপকে বয়কট করার ডাক দেন ভারতের নেটাগরিকরা। একটি ট্যুরিজম সংস্থা ভারত থেকে মলদ্বীপগামী সমস্ত উড়ান বন্ধ করে দেয়।

ভারত সরকারকে অবমাননা করার অভিযোগে ওই তিন মন্ত্রীকে মলদ্বীপ সরকার বরখাস্ত করে দিলেও রোষের আগুন নেভেনি। সোশ্যাল মিডিয়ায় একের পর এক বলিউড সেলেব থেকে ক্রিকেটার তাঁদের ক্ষোভ উগরে দিচ্ছেন।

একাধিকবার সপরিবারে মলদ্বীপ সফরে গিয়েছে অক্ষয় কুমার। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “মলদ্বীপের বিশিষ্টজনেদের কথায় আমি স্তম্ভিত। ভারতই সবচেয়ে বেশি পর্যটক পাঠায় মলদ্বীপে। আর ভারতই তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। তাহলে এই ঘৃণা আমরা সহ্য করব না। দেশের মর্যাদা রাখতে দেশের দ্বীপগুলোতেই যাওয়া উচিত আমাদের।”

জন আব্রাহাম ও শ্রদ্ধা কাপুরও একই কথা বলেছেন। তাঁদের বক্তব্য, দেশকে যেখানে অপমান করা হয়, সেখানে না যাওয়াই শ্রেয়। লক্ষদ্বীপের নৈসর্গিক সৌন্দর্যের প্রশংসা করেছেন তাঁরা। শ্রদ্ধা কাপুর তো বলেছেন, লক্ষদ্বীপের সৌন্দর্য দেখে এখনই ছুটি নিয়ে যেতে ইচ্ছে করছে।

জন আব্রাহামও লাক্ষাদ্বীপের সমর্থনে সুর চড়িয়ে লেখেন, ‘দুর্দান্ত আতিথেয়তা, অতিথি দেব ভবঃ-র ভাবনায় ভরপুর এবং সামুদ্রিক জীবনকে উপভোগের সুযোগ পেতে হলে লাক্ষাদ্বীপ আসুন’।

অভিনেতা সলমন খান প্রধানমন্ত্রীর ভিডিওর প্রসঙ্গ টেনেই বলেন, “কী দারুণ লাগছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদীকে লাক্ষাদ্বীপের সুন্দর, পরিস্কার সৈকতে ঘুরতে দেখে। আর সবথেকে ভাল বিষয় হল এটা আমাদের দেশেই রয়েছে।”


ভিডিও স্টোরি