শেষ আপডেট: 4th February 2025 14:51
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন অর্থ মন্ত্রকের যাবতীয় সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস ইতিমধ্যে হাতে পেয়েছে ইলন মাস্কের দ্য ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে (DOGE)। সংস্থার তরফে গুরু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ৬ জন ইঞ্জিনিয়ারের হাতে। তাঁদের মধ্যে প্রথমেই রয়েছে ভারতীয় বংশোদ্ভূত আকাশ বোব্বার নাম। জানা গেছে, গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের হাতে তাঁদের গড় বয়স মেরেকেটে ১৯ থেকে ২৪ বছরের মধ্যে। মাস্কের এমন সিদ্ধান্ত সামনে আসতেই একদিকে যেমন সমালোচনা শুরু হয়েছে, তেমনি এত কম বয়সে তাঁদের দক্ষতাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।
জানা গেছে, এর আগে মাস্কের এআই কোম্পানি xAI-তে অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট (OPM)-এর বিশেষজ্ঞ হিসাবে দায়িত্ব সামলেছেন ২২ বছর বয়সি বোব্বা। প্রথম থেকেই তাঁর উত্থান রীতিমতো চোখে পড়ার মতো। প্রথম থেকেই বার্কলের একজন অসাধারণ 'কোডার' হিসেবে তাঁর পরিচিতি। সেখান থেকে ভারতীয় বংশোদ্ভূত যুবকের রকেট গতিতে উত্থান রীতিমতো তাক লাগিয়েছে।
লিঙ্কডইন প্রোফাইল ঘেঁটে আকাশের যে পরিচয় পাওয়া গেছে তা দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। তিনি বার্কলেতে মাস্কের একাধিক সংস্থার প্রোগ্রামের অংশ ছিলেন এবং মেটা, প্যালান্টির এবং বিখ্যাত হেজ ফান্ড ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস- সহ প্রধান প্রযুক্তি সংস্থাগুলিতে ইন্টার্নশিপের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
তবে শুধু কারিগরি দক্ষতাই নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তথ্য বিশ্লেষণ এবং অর্থনীতিতে তাঁর বিশেষ দক্ষতার ছাপ রেখেছেন। বোব্বার এক প্রাক্তন সহপাঠী, চারিস ঝাং জানিয়েছেন, 'একটি গুরুত্বপূর্ণ প্রোজেক্ট জমা দেওয়ার মাত্র দু'দিন আগে ভুলবশত তাঁদের সম্পূর্ণ কোডবেস মুছে ফেলেছিলেন। এমন কাণ্ডে পুরো টিম আতঙ্কিত হলেও, বোব্বা শান্ত ছিলেন। এরপর রাতারাতি পুরো প্রোজেক্ট একাই লেখেন এবং সর্বোচ্চ নম্বর পেয়ে নির্ধারিত সময়ের আগেই সেটি জমাও দিয়েছিলেন।'
ঝাং আরও জানিয়েছেন, 'আকাশ বিষয়টা জানার পর স্ক্রিনের দিকে তাকিয়েছিল। পরে এক রাতেই সবকিছু লিখে ফেলল। যেটা আগের মুছে যাওয়া প্রোজেক্টের থেকে অনেক বেশি ভাল ছিল। আমরা তাড়াতাড়ি জমা দিয়েছিলাম এবং ক্লাসে প্রথম হয়েছিলাম।'
মাত্র ১৯ বছর বয়সে মেটার জন্য এআই মডেল লিখেছিলেন আকাশ। ২০ বছর বয়সে প্যালান্টিরে ইন্টার্নশিপ করেন। এরপরের বছর বার্কলে থেকে স্নাতক হন। ২২ বছর বয়সে মার্কিন সরকারী ব্যবস্থা পুনর্নির্মাণের জন্য গোপন অ্যাক্সেস তাঁর হাতে তুলে দেওয়া হয়।
বোব্বা ছাড়াও, DOGE কর্তৃক নিযুক্ত অন্যান্য ইঞ্জিনিয়ারদের মধ্যে রয়েছেন এডওয়ার্ড করিস্টাইন, লুক ফ্যারিটর, গৌটিয়ার কোল কিলিয়ান, গ্যাভিন ক্লিগার এবং ইথান শাওট্রান।
তবে তরুণ ইঞ্জিনিয়ারদের উপর দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন। তবে সূত্রের খবর, বোব্বা, করিস্টাইন, ফ্যারিটর এবং শাওট্রান জিএসএ-তে সম্মানিত হয়েছে। তবে প্রশ্ন উঠেছে গুরুত্বপূর্ণ সরকারি পদে তরুণ, তুলনামূলকভাবে অনভিজ্ঞ ব্যক্তিদের উপস্থিতি নিয়ে। সমালোচকদের মতে, "এটি নজিরবিহীন যে এমন ব্যক্তিরা আছেন যারা প্রকৃতপক্ষে সরকারি কর্মকর্তা নন, তারা সরকারের সবচেয়ে সংবেদনশীল তথ্যে অ্যাক্সেস পাচ্ছেন। এটা উদ্বেগের।"
ট্রাম্প প্রশাসনের এই বিশেষ টাস্কফোর্স ফেডারেল কর্মীদের ছাঁটাই, বিভিন্ন সরকারি কর্মসূচি সংকোচন এবং ফেডারেল নিয়মকানুন শিথিলের মাধ্যমে সরকারি খরচ কমানোর লক্ষ্যে গঠিত হয়েছে। এর দায়িত্বে আছেন ট্রাম্পের উপদেষ্টা ও টেসলার মালিক ইলন মাস্ক।
এদিকে ডোজের নতুন অধিকার নিয়ে অর্থমন্ত্রী স্কট বেসেন্টের কাছে পাঠানো এক চিঠিতে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন সিনেটের অর্থ পরিষদের শীর্ষ ডেমোক্র্যাট রন ওয়াইডেন। তাঁর আশঙ্কা, মাস্কের সংশ্লিষ্টরা পেমেন্ট সিস্টেমে পাওয়া অ্যাক্সেস ব্যবহার করে বিভিন্ন সরকারি কর্মসূচির অর্থ অবৈধভাবে আটকে দিতে পারেন।
এদিকে, প্রায় ৩০ বছরের চাকরিজীবনের অবসান ঘটিয়ে ভারপ্রাপ্ত উপঅর্থমন্ত্রী ডেভিড লেব্রিক স্বেছায় পদত্যাগের পরই ডোজের নতুন অধিকারের খবর চাউড় হয়। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ডোজের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের সংবেদনশীল তথ্যে অ্যাক্সেস পাওয়ার অনুরোধ করলে পদত্যাগ করেন লেব্রিক।