Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'জনগণ কতক্ষণ সহ্য করবে? সিপি কি মুচলেকা দেবেন?', ২১ জুলাইয়ের সভা নিয়ে রাজ্যকে হাইকোর্ট'আমার যোনি, আমার সন্তান, যা খুশি বলব', ‘ন্যাচারাল বার্থ’ নিয়ে ট্রোলিংয়ের জবাব রিচারবিরাট কোহলির ঘাড়ে দোষ চাপিয়ে দায় ঝেড়ে ফেলতে চায় কংগ্রেস সরকার, তোপ বিজেপিরহরভজনের রেকর্ড ভাঙলেন মাহেদি হাসান, শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারিয়ে সিরিজ বাংলাদেশেরএয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর! ১৭ হাজারের এআই সাবস্ক্রিপশন ফ্রি-তে দিচ্ছে সংস্থাকানন দেবীর মরদেহর সামনে দাঁড়িয়ে তরুণ মজুমদার বলেছিলেন 'আজ বাংলা ছবি মাতৃহারা হল'সমুদ্রের ধারে নিকের কোলে উঠে জাপটে ধরে চুমু খাচ্ছেন প্রিয়াঙ্কা, ভাইরাল সেই রোম্যান্টিক ভিডিওআন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় গেমসে ভারতের সর্বোচ্চ প্রতিনিধি দল পাঠাচ্ছে ওড়িশার 'কিট'Air India Crash: ফুয়েল সুইচ বন্ধ হওয়ার পরও 'শান্ত' ছিলেন এক পাইলট! নয়া রিপোর্টে হইচইকৈলাস বিজয়বর্গীয়র শহরই দেশের সবচেয়ে স্বচ্ছ শহর, একটানা ৮ বার জিতল পুরস্কার
Akash Ambani on Mukesh Ambani

‘বাবা আজও রাত জেগে সমস্ত ইমেলের জবাব দেন’, আম্বানি পরিবারের কর্মসংস্কৃতি নিয়ে অকপট আকাশ

আকাশের কথায়, তাঁর জীবনের আদর্শ বাবা মুকেশ আম্বানি। সেই সঙ্গে গোটা পরিবারও। ৩২ বছর একই ছাদের তলায় দিন কেটেছে তাঁদের এবং কোনওদিন বাবা-মায়ের থেকে অনুপ্রেরণার এতটুকু কমতি হয়নি। অকপট বক্তব্য আকাশের।

‘বাবা আজও রাত জেগে সমস্ত ইমেলের জবাব দেন’, আম্বানি পরিবারের কর্মসংস্কৃতি নিয়ে অকপট আকাশ

মুকেশ আম্বানি

শেষ আপডেট: 2 March 2025 09:07

দ্য ওয়াল ব্যুরো: প্রতিষ্ঠা, পরম্পরা, অনুশাসন।

‘মহাব্বতে’ ছায়াছবিতে গুরুকুলের প্রধান নারায়ণ শঙ্করের ভূমিকায় অভিনয় করা অমিতাভ বচ্চনের বিখ্যাত সংলাপ। সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত আকাশ আম্বানির (Akash Ambani) কথাতেও সাফল্যের রসায়ন হিসেবে যেন উঠে এল একই সুর।

জিও-র প্রতিষ্ঠাতা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছেলে আকাশ। যিনি নিজে রিলায়েন্স জিও ইনফোকমের (Reliance Jio Infocom) চেয়ারম্যানও বটে। সম্প্রতি মুম্বই টেক উইকে (Mumbai Tech Week) বিশিষ্ট অতিথি হিসেবে আকাশ উপস্থিত ছিলেন। সেখানে সঞ্চালক হরিশ জৈনের সঙ্গে কথোপকথনে তাঁর ব্যবসায়িক দুনিয়ার রোলমডেল এবং আম্বানি পরিবারের পারিবারিক অন্দরমহলের নানান টুকরো কথা তুলে ধরেন তিনি।

আকাশের কথায়, তাঁর জীবনের আদর্শ বাবা মুকেশ আম্বানি। সেই সঙ্গে গোটা পরিবারও। ৩২ বছর একই ছাদের তলায় দিন কেটেছে তাঁদের এবং কোনওদিন বাবা-মায়ের থেকে অনুপ্রেরণার এতটুকু কমতি হয়নি। অকপট বক্তব্য আকাশের।

আর এই সূত্রে বাবার কাজের ধরন আর নিয়মানুবর্তিতাকে কুর্নিশ জানিয়েছেন তিনি। দিনে কখন, কীভাবে কাজ করেন মুকেশ?এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আকাশ বলেন, ‘আজ পর্যন্ত বাবা নিজের হাতে সমস্ত ইমেলের জবাব দেন। এই নিয়ে ইন্ডাস্ট্রিতে চার দশক হয়ে গেল। অথচ এখনও রাত ২টো পর্যন্ত জেগে বাবা তাঁর যাবতীয় কাজ সেরে ফেলেন। আর এটা দেখেই আমি অনুপ্রেরণা পাই।‘

কিন্তু শুধু মুকেশ নন। মা নীতাকেও কুর্নিশ জানিয়েছেন আকাশ। বাবা যদি হন কঠোর পরিশ্রম আর নিয়মনিষ্ঠার পরাকাষ্ঠা, তাহলে মা খুঁটিনাটি বিষয়ে নজর রেখে চলার প্রেরণা জোগান। কীভাবে? খোলসা করতে গিয়ে আকাশ বলেন, ‘যেমন ধরুন আমরা সবাই বসে টিভিতে বসে ক্রিকেট ম্যাচ দেখছি। মাও দেখছে। অথচ এরই মধ্যে ছোটখাট অনেক বিষয় মায়ের নজরে আসবে, যেগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। আর এটা দেখেই আমি প্রাণিত হই।‘

পারিবারিক আদর্শ আর কর্মসংস্কৃতিই যে তাঁকে নতুন পথে এগিয়ে যেতে সাহায্য করেছে, এ নিয়ে কোনও দ্বিমত নেই আকাশের। কিন্তু নিজে কতক্ষণ কাজ করা পছন্দ করেন? বাবার মতো রাত জেগে ২টো পর্যন্ত? নাকি সকাল ৮টা থেকে বিকেল ৫টার স্লটে স্বচ্ছন্দ তিনি? ইতিমধ্যে সংস্থার কর্মীদের কাজের সময় নিয়ে পক্ষে-বিপক্ষে নানান মত উঠতে শুরু করেছে। ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি সম্প্রতি দিনে ১৪ ঘণ্টা কাজের পক্ষে সাওয়াল করে বিতর্কের প্যান্ডোরা বক্স খুলে দিয়েছেন।

আকাশ আম্বানি যদিও এই নিয়ে নতুন কোনও তত্ত্ব তৈরিতে নারাজ। বাকিদের জন্য সময় বাঁধাবাঁধির রাস্তায় তিনি নেই। তবে ব্যক্তিগতভাবে তাঁর দৈনিক কাজের সময়সীমা ১২ ঘণ্টাও পেরিয়ে যায়। এটুকু বলেই সাঁটে যা বলার বলে ফেলেছেন মুকেশ-পুত্র।


ভিডিও স্টোরি