শেষ আপডেট: 2nd December 2024 18:36
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদলকে শাস্তি দিল শিখ ধর্মের শীর্ষ কমিটি অকাল তখত। এই শাস্তিতে অকাল তখতের তরফ থেকে সোমবার এক নির্দেশে বলা হয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের পুত্র সুখবীরকে অমৃতসরের স্বর্ণমন্দির সহ বেশ কয়েকটি গুরুদ্বারের বাথরুম পরিষ্কার, রান্নাঘরের কাজ ও লঙ্গরখানার এঁটো বাসন ধুতে হবে।
সুখবীরের বাবা প্রকাশ সিং বাদলকে শিখ ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে ২০১১ সালে ফকর-ই-কওম (শিখ সম্প্রদায়ের গর্ব) সম্মান দেওয়া হয়েছিল। সেই শিখদের গর্ব প্রকাশের ছেলে এবার অকাল তখতের সামনে দোষী সাব্যস্ত হয়ে সাজা পেলেন। গুরুগ্রন্থ সাহিবকে অবমাননার দায়ে তাঁকে শাস্তি পেতে হচ্ছে। ২০১৫ সালে ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিমের সপক্ষে কথা বলেছিলেন সুখবীর। পরে অবশ্য তিনি কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন।
বর্তমানে অসুস্থতার কারণে হুইলচেয়ারে জীবন কাটানো সুখবীর এবং অকালি দলের কোর কমিটির সদস্যদের যাঁরা সেই সময় নেতার পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের মঙ্গলবার, ৩ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত স্বর্ণমন্দিরের বাথরুম পরিষ্কার করতে হবে। তারপর স্নান করে লঙ্গরখানার কাজ এবং শেষে এঁটো বাসন মাজতে হবে বলে নির্দেশে বলা হয়েছে।
একইসঙ্গে অকাল তখত অকালি দলের প্রধানের পদ থেকে সুখবীরকে ইস্তফা দিতে বলেছে। এদিন সকালে তখতে জাঠেদার জ্ঞানী রাঘবীর সিং তনখা (শিখ ধর্মের শাস্তি) ঘোষণা করেন। এর আগে অগস্টে সুখবীর বাদলকে তনখাইয়া (দোষী) সাব্যস্ত করেছিল অকাল তখত। ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যখন তাঁর দল ক্ষমতায় ছিল, তখন তিনি অপরাধ করেছিলেন। গুরুগ্রন্থ সাহিবের অপমান করা রাম রহিমকে ক্ষমা করা হয়েছিল সেই সময়।