শেষ আপডেট: 12th September 2024 15:26
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪-তম জন্মদিন মহা ধুমধাম করে পালিত হবে। বিজেপি তো বটেই আজমির শরিফ দরগাও মোদীর আগামী ১৭ সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে বিশালাকারের লঙ্গরের আয়োজন করতে চলেছে। সেখানে নিরামিষাশী প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় ৪০০০ কেজির শাকাহারী ভোজনের ব্যবস্থা করা হবে।
দরগা কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন এবং 'সেবা পাখওয়াড়া'র সংযোগ একই দিনে পড়ায় আজমির শরিফের বিশ্ববিখ্যাত বিশালাকার শাহি ডেগ ফের একবার ব্যবহার করা হবে। এই বিশালাকার ডেগে একসঙ্গে ৪০০০ কেজির নিরামিষ খাবার তৈরি করে বিলি করা হবে। এই ডেগে খাবার রেঁধে লঙ্গর খোলার রীতি চলে আসছে ৫৫০ বছর ধরে।
গদ্দি নাশিন-দরগা আজমির শরিফ, সৈয়দ আফশান চিস্তি বলেন, কেবলমাত্র নিরামিষ ভোজন দেওয়া হবে ভক্ত ও দর্শনার্থীদের। প্রধানমন্ত্রী জন্মদিনে বিভিন্ন ধর্মীয় স্থানে অনেক কর্মসূচি পালিত হয়। আমরা এবার ৪ হাজার কেজি শাকাহারী ভোজন বিলি করার সিদ্ধান্ত নিয়েছি। যা মূলত পোলাওয়ের মতো একটা খাবার হবে। বিশুদ্ধ ঘি মাখা ভাতে নানান শুকনো ফল দিয়ে তৈরি হবে।
তিনি আরও জানান, আমরা ওইদিন মোদীর জন্য বিশেষ নামাজের আয়োজন করেছি। গোটা ব্যবস্থার আয়োজনে থাকছে ইন্ডিয়ান মাইনোরিটি ফাউন্ডেশন এবং চিস্তি ফাউন্ডেশন অফ আজমির শরিফ। রাত সাড়ে ১০টার সময় ডেগে আগুন জ্বালানো হবে। হজরত খাজা মইনুদ্দিন চিস্তির দরগার ভিতরেই ওই লঙ্গরখানাটি রয়েছে। তারপর বিশ্বশান্তি, ঐক্য, সমৃদ্ধি ও প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনায় বিশেষ নামাজ পাঠ হবে।