শেষ আপডেট: 1st February 2025 07:40
দ্য ওয়াল ব্যুরো: ক'দিন আগেই মৌনি অমবস্যার পুণ্যস্নানকে কেন্দ্র করে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনও নিখোঁজ অনেকে। সেই সূত্রেই সামনে এসেছে একের পর এক অব্যবস্থা। একই সঙ্গে কুম্ভমেলাকে ঘিরে ভিড়ও যেন পাল্লা দিয়ে বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল বিমান থেকে প্রয়াগরাজগামী ট্রেনের ভাড়াও। ফলে পরিস্থিতি এমনই হচ্ছিল যে কুম্ভমেলায় পৌঁছনোই কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠছিল।
এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে মহাকুম্ভের জন্য বিমান সংস্থারগুলির ভাড়া ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছেন বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু। শনিবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন নাইডু।
জানা যাচ্ছে, ভাড়া কমানোর আগে এয়ারলাইন কোম্পানিগুলোর সঙ্গে তিনবার বৈঠকও করেন মন্ত্রী। সেখানে বিমান সংস্থাগুলিকে সরকারের তরফে মনে করিয়া দেওয়া হয়েছে, ১৪৪ বছর পর মহাকুম্ভ হচ্ছে। ফলে এহেন কুম্ভমেলাকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। একইসঙ্গে ভাড়া কমানোর কারণে এয়ারলাইন্সগুলো যাতে আর্থিক ক্ষতির সম্মুখীন না হয় সে বিষয়টিও সরকার নিশ্চিত করেছে।
বস্তুত, উত্তরোত্তর ভিড়ের ঠেলায় কুম্ভমেলাকে ঘিরে ট্রেনের টিকিট থেকে বিমান, সব ধরনের পরিবহণের টিকিটের ভাড়া হু হু করে বাড়ছিল। কেন্দ্রের পদক্ষেপের জেরে এবার কমল বিমানের টিকিটের ভাড়া। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহা কুম্ভ শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।