Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Ahmedabad Plane Crash Air India announcement

‘AI 171’ নম্বর আর থাকবে না, আমদাবাদের দুর্ঘটনার পর ফ্লাইট নম্বর বাতিল করল এয়ার ইন্ডিয়া

২৪১ জনের মৃত্যুর স্মৃতি বহনকারী ‘AI 171’ ফ্লাইট নম্বরটি স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া।

‘AI 171’ নম্বর আর থাকবে না, আমদাবাদের দুর্ঘটনার পর ফ্লাইট নম্বর বাতিল করল এয়ার ইন্ডিয়া

শেষ আপডেট: 14 June 2025 12:09

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর, ২৪১ জনের মৃত্যুর স্মৃতি বহনকারী ‘AI 171’ ফ্লাইট নম্বরটি স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (AI Express)।

সূত্র অনুযায়ী, ১৭ জুন থেকে আমদাবাদ থেকে লন্ডনগামী গ্যাটউইক বিমানের নম্বর AI 171-এর বদলে হবে AI 159 হবে। বুকিং সিস্টেমে এই পরিবর্তন ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। এও দুর্ঘটনার স্মৃতি মুছে ফেলার এক চেষ্টা।

বৃহস্পতিবার দুপুরে আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার AI 171 বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মাত্র ৬০০-৮০০ ফুট উঁচুতে উঠে বিমানটি আচমকাই নেমে আসে এবং একটি মেডিক্যাল কলেজের হোস্টেলে ধাক্কা মেরে জ্বলে ওঠে।

বিমানে ছিলেন ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য। বিমানের একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশ। বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়লেও প্রাণে বেঁচে যান।

বিমান দুর্ঘটনার পরে নির্দিষ্ট ফ্লাইট নম্বর বন্ধ করে দেওয়া আন্তর্জাতিকভাবে প্রচলিত একটি রীতি। এটি এক ধরনের সম্মানজ্ঞাপন। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও একই সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের নিজস্ব ওই ফ্লাইট নম্বর আর ব্যবহার করবে না বলে জানায়। এই সিদ্ধান্তও নিহতদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।

উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালে কোঝিকোড় বিমান দুর্ঘটনায় ২১ জন মারা যাওয়ার পর AI Express ‘IX 1344’ ফ্লাইট নম্বরটিও চিরতরে বাতিল করে।


ভিডিও স্টোরি