লন্ডনগামী বিমানের ভয়াবহ দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার কালো করে দিল এয়ার ইন্ডিয়া (Air India Plane Crash)।
প্রোফাইল পিকচার কালো করল এয়ার ইন্ডিয়া
শেষ আপডেট: 12 June 2025 10:46
দ্য ওয়াল ব্যুরো: লন্ডনগামী বিমানের ভয়াবহ দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার কালো করে দিল এয়ার ইন্ডিয়া (Air India Plane Crash)। বৃহস্পতিবার সকালেই আমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার বিমানটি।
দুর্ঘটনার পরই ফেসবুক, এক্স (পুরনো টুইটার), ইনস্টাগ্রাম-সহ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এয়ার ইন্ডিয়ার প্রোফাইল পিকচার (Profile Picture Black) বদলে কালো করে দেওয়া হয়েছে। কোনও ক্যাপশন, বিবৃতি বা কিচ্ছু নেই, নীরবে শোকপ্রকাশ বিমান সংস্থার।
সূত্রের খবর, ওই বিমানে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার-সহ মোট ২৪২ জন ছিলেন। বিমানটি আমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই মেঘানি এলাকায় ভেঙে পড়ে। এখনও পর্যন্ত দুর্ঘটনার আসল কারণ জানা যায়নি। সবটাই তদন্তসাপেক্ষ। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওড়ার পরপরই বিমানটি ‘মে ডে’ সঙ্কেত পাঠিয়েছিল। এরপর কন্ট্রোল টাওয়ারের ডাকে আর কোনও সাড়া শব্দ দেয়নি ওই বিমান।
বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি জারি করা হয়নি। কেন্দ্র ও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-র তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, এখন এক ও একমাত্র লক্ষ্যই হল আহত যাত্রীদের সব রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমান পরিষেবা বন্ধ রয়েছে অমদাবাদ বিমানবন্দরেও। চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডুর সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নায়ডু জানিয়েছেন, উদ্ধারকাজের উপর নজর রাখতে তিনি শীঘ্রই অহমদাবাদ পৌঁছোচ্ছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূূপেন্দ্র পটেলকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাত সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি।