জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর ১টা ১৭ নাগাদ আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে ওড়ার সময় দুর্ঘটনাটি হয়। একদম বিমান বন্দরের শেষ প্রান্তে গিয়ে আগুন লাগে।
ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 12 June 2025 09:17
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভেঙে পড়ল (Ahmedabad Plane Crash) এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Plane Crash)। ২৪২ জনের মৃত্যুর আশঙ্কা (242 passengers death)। টেক অফের পরই ভেঙে পড়ে বলে খবর।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর ১টা ১৭ নাগাদ আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে ওড়ার সময় দুর্ঘটনাটি হয়। একদম বিমান বন্দরের শেষ প্রান্তে গিয়ে আগুন লাগে। মনে করা হচ্ছে, টেক অফের সময় গাছে ধাক্কা লাগে বিমানটির পিছনের অংশ। তাতেই আগুন লেগে যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বিমান থেকে সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ করছে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
Ahmedabad Plane Crash: Air India plane crashes near Ahmedabad Airport#Ahmedabad #PlaneCrash #BreakingNews #AirIndiaPlaneCrash pic.twitter.com/1p7iestWTh
— The Wall (@TheWallTweets) June 12, 2025
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে মেঘানিনগর এলাকায় থাকা বিমানবন্দরের আশপাশের বাড়িও।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বিমানই প্রায় পুড়ে ছাই। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের অংশ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। বিমানবন্দরের সমস্ত রাস্তা ও গেট আপাতত বন্ধ রাখা হয়েছে।
Ahmedabad Plane Crash: টেক অফের পরেই ভয়াবহ দুর্ঘটনা#Ahmedabadplanecrash #airindiaplanecrash #Ahmedabad #PlaneCrash #BreakingNews pic.twitter.com/FlWqbt5AYO
— The Wall (@TheWallTweets) June 12, 2025
বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু লন্ডন যাচ্ছিল তাই প্রচুর পরিমাণে জ্বালানি ছিল উড়ানের সময়। এত পরিমাণ জ্বালানি থাকার ফলেই আগুনের তীব্রতা এতটা বেশি।
ঠিক কী কারণে এভাবে আগুন লেগে ভেঙে পড়ল বিমান, তা এখনই জানা যায়নি। গাছে ধাক্কা লাগার পাশাপাশি যান্ত্রিক গোলযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।