শেষ আপডেট: 31st May 2024 14:29
দ্য ওয়াল ব্যুরো: উড়ানে দেরি। বিমানের ভিতরে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে প্রচণ্ড গরমে অসুস্থ যাত্রীরা। কেউ কেউ অজ্ঞানও হয়ে যান। এই ঘটনায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে শোকজ নোটিস পাঠাল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ঠিক কী কারণে বিমান উড়তে দেরি এবং যাত্রীদের জন্য কেন পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি, তা জানতে চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে সান ফ্রান্সিসকো উড়ে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৮৩-এর। কিন্তু কিছু কারণে বিমানের উড়তে দেরি হওয়ায় যাত্রীদের ভিতরেই বসার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে আট ঘণ্টা কেটে গেলেও সেই বিমান ওড়েনি, উল্টে বিমানের ভিতর শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র না চলার কারণে অসুস্থ হয়ে পড়েছেন বহু যাত্রী। কয়েকজন অজ্ঞানও হয়ে যান। যাত্রীদের অভিযোগ, সমস্যার কথা বলা হলে বিমান কর্তৃপক্ষ সকলকে নেমে যেতে বলেন।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একাধিক ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বহু যাত্রী বিমানবন্দরের মধ্যেই মাটিতে বসে রয়েছে। কেউ কেউ শুয়ে পড়েছেন। বোঝাই যাচ্ছে তাঁদের শরীরের কী হাল হয়েছে। বেশ কয়েক জন যাত্রী পুরো বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। এর পরেই বিমান সংস্থার তরফে এক্স হ্যান্ডলে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছিল। তবে তারপরই তাঁদের কাছে আসে শোকজ নোটিস।
বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ২০ ঘণ্টা আটকে ছিল সেই বিমান। অবশেষে বেলা ১১টার পর তা নির্দিষ্ট গন্তব্যে রওনা দেয়। এমনই গরমে নাজেহাল অবস্থা দিল্লির মানুষের। বেশিরভাগ জায়গায় গড়ে তাপমাত্রা ৪৫ ডিগ্রির ওপর। কোনও কোনও জায়গায় ৫০ ডিগ্রিও ছাড়িয়ে গেছে বলে খবর মিলেছে। নাগাড়ে চলছে তাপপ্রবাহ। তার মধ্যে বিমানে কোনও এসি ছাড়া ঘণ্টার পর ঘণ্টা বদ্ধ অবস্থায় কাটিয়ে স্বাভাবিকভাবেই এয়ার ইন্ডিয়ার ওই বিমানের যাত্রীরা ক্ষুব্ধ।
মাত্রাতিরিক্ত গরমের ফলে আবার দিল্লিতে শুরু হয়েছে জলসঙ্কট। সেই সমস্যা মেটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আম আদমি পার্টির সরকার। অন্যান্য প্রতিবেশী রাজ্য দিল্লির জন্য যাতে বেশি পরিমাণ জল ছাড়ে, সেই আর্জি জানানো হয়েছে শীর্ষ আদালতে।
দেশের সর্বোচ্চ আদালতে দিল্লির আপ সরকারের আবেদন, তাপপ্রবাহের পরিস্থিতির জন্য শহরে জলের চাহিদা মারাত্মকভাবে ভাবে বেড়ে গেছে। এই অবস্থায় যদি উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যে আগামী এক মাসের জন্য অতিরিক্ত পরিমাণ জল ছাড়ে, তাহলে সুবিধা হয়।