আমদাবাদ বিমান দুর্ঘটনার কারণ জানতে যার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ— সেই ব্ল্যাক বক্স (Black Box) এখনও উদ্ধার হয়নি বলে জানিয়ে দিল এয়ার ইন্ডিয়া (Air India)।
ভেঙে পড়া এয়ার ইন্ডিয়া বিমান
শেষ আপডেট: 13 June 2025 07:34
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Accident) কারণ জানতে যার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ— সেই ব্ল্যাক বক্স (Black Box) এখনও উদ্ধার হয়নি বলে জানিয়ে দিল এয়ার ইন্ডিয়া (Air India)। সংস্থার তরফে স্পষ্ট করে বলা হয়েছে, ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়।
একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, "দুর্ভাগ্যজনক এআই-১৭১ দুর্ঘটনার তদন্তে পূর্ণ সহযোগিতা করছে এয়ার ইন্ডিয়া। কিন্তু আমরা স্পষ্ট করে জানাতে চাই, ব্ল্যাক বক্স এখনও পাওয়া যায়নি। এটি উদ্ধার সংক্রান্ত যে কোনও খবরই নিছক অনুমান ছাড়া কিছু নয়।"
ব্ল্যাক বক্স, অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার, বিমানের প্রযুক্তিগত এবং ককপিটে শেষ মুহূর্তের কথোপকথনের গুরুত্বপূর্ণ তথ্য ধরে রাখে। কোনও বিমান দুর্ঘটনার কারণ নির্ধারণে এই যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিমানের ধ্বংসস্তূপের মধ্যে থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করতে কাজ চালাচ্ছে বিশেষজ্ঞ দল। তবে দুর্ঘটনাস্থলে ব্যাপক আগুন ও ধ্বংসস্তূপ ছড়িয়ে থাকার কারণে উদ্ধারকাজ বেশ কঠিন বলেই মনে করা হচ্ছে।
বিশ্বের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি বৃহস্পতিবার আমদাবাদে বিমান ভেঙে পড়ার ঘটনা। দুর্ঘটনার পরই তদন্ত শুরু করেছে ডিজিসিএ এবং অন্যান্য তদন্তকারী সংস্থা। তবে এয়ার ইন্ডিয়ার এই বিবৃতির পর এটা স্পষ্ট যে, তদন্তের চূড়ান্ত ফলাফল পেতে এখনও সময় লাগবে।