এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ইরানে সামরিক উত্তেজনা বাড়ার ফলে সে দেশের আকাশপথ বন্ধ হয়ে গিয়েছে। ফলে তাদের একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হচ্ছে কিংবা উড়ান বাতিল করা হচ্ছে।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 June 2025 05:32
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল উত্তেজনার জেরে আকাশপথে ব্যাপক প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে একাধিক এয়ার ইন্ডিয়া ফ্লাইটকে রুট পরিবর্তন করতে হয়েছে বা বাতিল করা হয়েছে। এর মধ্যে মুম্বই থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়া একটি ফ্লাইট তিন ঘণ্টা আকাশে থাকার পর মুম্বই বিমানবন্দরে ফিরে আসে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। বিমানটি ভোর ৫টা ৩৯ মিনিটে উড়ে তিন ঘণ্টা আকাশে ছিল।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ইরানে সামরিক উত্তেজনা বাড়ার ফলে সে দেশের আকাশপথ বন্ধ হয়ে গিয়েছে। ফলে তাদের একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হচ্ছে কিংবা উড়ান বাতিল করা হচ্ছে।
যে ফ্লাইটগুলিকে রুট পরিবর্তন বা বাতিল করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল:
AI130 (লন্ডন-মুম্বই) : ভিয়েনায় ডাইভার্ট
AI102 (নিউইয়র্ক-দিল্লি) : শারজায় ডাইভার্ট
AI119 (মুম্বই-নিউইয়র্ক) : মুম্বই ফেরত
AI103 (দিল্লি-ওয়াশিংটন) : দিল্লি ফেরত
AI188 (ভ্যাঙ্কুভার-দিল্লি) : জেদ্দায় ডাইভার্ট
AI101 (দিল্লি-নিউইয়র্ক) : ফ্রাঙ্কফুর্ট/মিলানে ডাইভার্ট
AI126 (শিকাগো-দিল্লি) : জেদ্দায় ডাইভার্ট
AI190 (টরন্টো-দিল্লি) : ফ্রাঙ্কফুর্টে ডাইভার্ট
AI189 (দিল্লি-টরন্টো) : দিল্লি ফেরত
এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রীদের জন্য হোটেলে ব্যবস্থা করা হয়েছে। কেউ চাইলে টিকিট বাতিল করে রিফান্ড পাচ্ছেন অথবা বিনামূল্যে রিস্কেডিউলের সুযোগ দেওয়া হচ্ছে। দ্রুত বিকল্প ফ্লাইটের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
ইজরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-এর আওতায় একাধিক পরমাণু ও সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয় ইরানে। এরপরই ইরান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে ইজরায়েলও তাদের আকাশপথ সম্পূর্ণভাবে বন্ধ করে জরুরি সতর্কতা জারি করেছে।