Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Ahmedabad plane crash

বিমানটি আছড়ে পড়তেই সিট সমেত ছিটকে পড়েছিলাম, জানালেন একমাত্র বেঁচে ফেরা যাত্রী রমেশ

আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার একমাত্র বেঁচে ফেরা যাত্রী বিশ্বাস কুমার রমেশ জানিয়েছেন, কীভাবে তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।

বিমানটি আছড়ে পড়তেই সিট সমেত ছিটকে পড়েছিলাম, জানালেন একমাত্র বেঁচে ফেরা যাত্রী রমেশ

বিশ্বাস কুমার রমেশ

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 13 June 2025 10:05

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার একমাত্র বেঁচে ফেরা যাত্রী বিশ্বাস কুমার রমেশ জানিয়েছেন, কীভাবে তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI171-এর এই দুর্ঘটনায় ২৬৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, আদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই।

৩৮ বছর বয়সি রমেশ, ব্রিটিশ নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত। তিনি বিমানের বাঁ দিকের ইমার্জেন্সি দরজার পাশে ১১এ নম্বর সিটে বসে ছিলেন। দুর্ঘটনার পরে আমদাবাদ সিভিল হাসপাতালের চিকিৎসকদের তিনি বলেন, “বিমানটি মাঝ আকাশে ভেঙে যায়, আর আমার সিটটি বিচ্ছিন্ন হয়ে ধ্বংসস্তূপের বাইরে ছিটকে পড়ে। তাই আগুন থেকে রক্ষা পাই।” তিনি আরও বলেন, “আমি লাফ দিইনি, বিমানের ভেঙে পড়ার সময় সিটে বাঁধা অবস্থাতেই আমি ছিটকে পড়ি।”

দুর্ঘটনার পর এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রক্তাক্ত ও আহত অবস্থায় রমেশকে অ্যাম্বুল্যান্সের দিকে হাঁটতে দেখা যাচ্ছে। চারপাশে উপস্থিত মানুষ তাঁকে বিমান ও অন্য যাত্রীদের সম্পর্কে প্রশ্ন করছিলেন।

এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানে ছিলেন ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য। দুর্ঘটনার সময় বিমানটি একটি মেডিক্যাল কলেজের হোস্টেলে ধাক্কা মারে। মাত্র ৬০০-৮০০ ফুট উঁচুতে উঠে বিমানটি আচমকাই নেমে আসে এবং জ্বলে ওঠে। বিস্ফোরণের শব্দ ও আগুনের কুণ্ডলী বহু দূর থেকে দেখা যায়।

বিমানের বিভিন্ন অংশ—ল্যান্ডিং গিয়ার, ফুসেলাজ, টেল—ভেঙে পড়ে গিয়েছে আমদাবাদ BJ মেডিক্যাল কলেজের ভিতরে। হাসপাতালের একাধিক বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুপুর ১টা ৩৯ মিনিটে বিমানটির পাইলট 'মেডে' সংকেত পাঠান, যা জরুরি পরিস্থিতির ইঙ্গিত দেয়।

বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডীয়। ক্রু সদস্যদের মধ্যে ছিলেন দু'জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। এই বিমানে প্রাক্তন গুজরাত মুখ্যমন্ত্রী বিজয় রূপানি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তাঁদের কারওই প্রাণে রক্ষা হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিমানের 'ব্ল্যাক বক্স' অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার খুঁজে বের করার কাজ চলছে। তাতেই মিলতে পারে শেষ মুহূর্তে আসল কী ঘটেছিল, সেই উত্তর।
 


ভিডিও স্টোরি