শেষ আপডেট: 16th September 2024 18:09
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার আবহেই এবার ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু। হস্টেলের ঘর থেকে উদ্ধার ছাত্রের নিথর দেহ।
রবিবার ঘটনাটি ঘটে দিল্লিতে। মৃত ডাক্তারির ছাত্রের নাম নবদীপ সিং। মৌলানা আজাদ মেডিক্যাল কলেজের রেডিওলজি বিভাগের ছাত্র নবদীপ। পুলিশ জানিয়েছে, তাঁর বাবা বারবার ফোন করে ছেলেকে না পেয়ে বন্ধুদের ছেলের ঘরে যেতে বলেন। সেই সময় নবদীপের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, ওই ডাক্তার আত্মহত্যা করেছেন। কিন্তু কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ঘর থেকে। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পাঞ্জাবের মুক্তসার জেলায়।
নবদীপ ২০১৭ সালে জুন মাসে অল ইন্ডিয়া নিট-এ প্রথম হন। তারপর ভর্তি হন দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজে। বাবাকে দেখেই বিজ্ঞানে আগ্রহ তৈরি হয় তাঁর। পরে ডাক্তার হবেন বলে মনস্থির করেন নবদীপ। নবদীপের ছোট ভাইও চণ্ডীগড়ের একটি মেডিক্যাল কলেজে পড়াশোনা করছেন।
ইতিমধ্যেই দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। ছাত্রের পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়দের সকলকেই তদন্তে সাহায্যের জন্য এগিয়ে আসতে বলেছেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সব কিছু মিটলে দেহ পাঞ্জাবে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।