শেষ আপডেট: 5th March 2025 23:45
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির (BJP)। বাংলায় নিজেদের অবস্থান মজবুত করতে এখন থেকেই বিভিন্ন পরিকল্পনা করে নিতে চাইছে তারা। সূত্রের খবর, চলতি মাসে কলকাতা সফরে আসছেন অমিত শাহ (Amit Shah), রণকৌশল নিয়ে কথা বলতে পারেন বঙ্গ বিজেপির সঙ্গে।
গত বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। একাধিক নেতা মন্ত্রী রাজ্যে এসেছেন। আপ্রাণ চেষ্টা চালিয়েছেন কর্মী- সমর্থকরা। প্রধানমন্ত্রীও একাধিকবার বাংলায় এসে তৃণমূলকে চ্যালেঞ্জ করেছিলেন। তবে তাতে খুব একটা লাভ হয়নি এবং ২০২১ সালে তৃণমূল ২১৪ আসন পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে। গেরুয়া ঝড় উঠলেও তার প্রতিফলন ভোটের রেজাল্টে দেখা যায়নি।
তাই ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলকে এক ইঞ্চি জায়গা ছাড়তে প্রস্তুত নয় বিজেপি নেতৃত্ব। চলতি মাসেই কলকাতায় আসছেন অমিত শাহ, তবে সফরের নির্দিষ্ট দিন এখনও জানা যায়নি। বিশেষজ্ঞ মহল মনে করছে, এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এদিকে, ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলও প্রস্তুতি শুরু করেছে। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নেতাজি ইন্ডোরে একটি মেগা বৈঠক করে দলের সকল স্তরের নেতা-কর্মীদের একাধিক নির্দেশ দিয়েছেন। অন্য দলগুলোও নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।