শেষ আপডেট: 14th February 2024 08:26
দ্য ওয়াল ব্যুরো: সনিয়া, মমতা, সুনিতা-না, নিছক কোনও সাধারণ নাম নয়। এইসব নামের আড়ালেই যে চলছে যৌনতার বিশাল চক্র। ভারতকে ফ্যাসাদে ফেলতে এমনই ‘হানিট্র্যাপ’-এর ফাঁদ পেতেছে পাকিস্তান। যার জন্য পাকিস্তান গোয়েন্দা সংস্থা (পিওআই)-র এআই বিশেষ করে ডিপফেকের ব্যবহার চিহ্নিত করা হয়েছে। যৌনতার টোপ দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে ভারতের প্রতিরক্ষা, নিরাপত্তা-সহ গুরুত্বপূর্ণ তথ্য।
বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে, হানিট্র্যাপের জন্য বিভিন্ন ধরনের চরিত্র তৈরি করা হচ্ছে। ভারতীয় সেনা, প্রতিরক্ষা বিভাগের চুক্তিভিত্তিক কর্মী, প্রশাসনের উচ্চপদস্থ আমলা এবং শীর্ষস্থানীয় পুলিশকর্তাদের ফাঁদে ফেলতেই যৌনতার বিশাল চক্র তৈরি করেছে পাকিস্তান। ইতিমধ্যেই এবিষয়ে তদন্তের জন্য বেশ কয়েকজন সন্দেহভাজন পুলিশ ও সেনা আধিকারিক পাকিস্তানি গোয়েন্দা সংস্থার র্যাডারে রয়েছেন।
সূত্র মারফত এও জানা গিয়েছে, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে রোম্যান্টিক বা ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য ব্যবহার করে বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে সেদেশের গোয়েন্দা সংস্থা। অফিসিয়াল প্রোফাইল হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার জন্য ভালোবাসোর ছদ্মবেশে ভ্যালেন্টাইন ডে-র শুভেচ্ছাবার্তার সঙ্গে যুক্ত লিঙ্কে আপত্তিকর গ্রাফিক্স, ছবি, চ্যাট পাঠাচ্ছে ওই গোয়েন্দা সংস্থা।
নেটমাধ্যমে বন্ধুত্ব, যৌনতা, নগ্ন ছবি এবং তারপর লাগাতার ব্ল্যাকমেল! প্রক্রিয়াটা ঠিক এই ভাবেই চলে। আর গোটা প্রক্রিয়ার নিয়ন্ত্রণ থাকে সীমান্তের ওপারে পাকিস্তানের। যার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কখনও সোনিয়া, কখনও মমতা আবার কখনও সুনিতার ভুয়ো নাম ব্যবহার করে সেনা এবং পুলিশ কর্তাদের ফাঁদে ফেলা হয়। এই ধরনের ভুয়ো প্রোফাইলের মহিলারা নিজেদের মডেল, উঠতি অভিনেত্রী, অসহায় হিসাবে পরিচয় দেন। সেক্ষেত্রে কোনও প্রতিরক্ষা কর্মী, সেনা, উচ্চপদস্থ আধিকারিক কিংবা আমলা সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে তাঁদের এই কাল্পনিক চরিত্রগুলি ফাঁদে ফেলার চেষ্টা করে। মূলত স্মার্ট ফোন থেকেই সেনা কিংবা পুলিশ আধিকারিকদের যাবতীয় তথ্য নেওয়া হয়। অফিসারদের ফোন থেকে তথ্য নিয়ে বিভিন্নভাবে যৌনতার জাল বিছিয়ে দেয় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা।
সম্প্রতি মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড তদন্ত করে একটি হানিট্র্যাপের সন্ধান পেয়েছে। যেখানে গৌরব অর্জুন পাটিল নামে এক নৌসেনার শিক্ষানবিশের সঙ্গে পাক গোয়েন্দা সংস্থার এআই চরিত্রের ৯০০ টি চ্যাট চিহ্নিত করা হয়েছে।