Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মহিলার ছোড়া ত্রিশূলে মৃত্যু ১১ মাসের শিশুর, পুলিশের জালে একই পরিবারের ৩শেষ হতে চলেছে তিন বোনের গল্প, 'মিঠিঝরা'র অন্তিম পর্বের শ্যুট হয়ে গেল তৃণমূল কি সত্যিই মনে করে, শহিদ বিপ্লবীরা ‘সন্ত্রাসবাদী’ ছিলেন? উত্তর চাইলেন শুভেন্দুবাংলাদেশে নারী অফিসারদের 'স্যার' বলা যাবে না, চালু হয় হাসিনাকে সম্বোধন করতেমিউজিক ভিডিওতে মেয়ের ঘনিষ্ঠ দৃশ্য দেখে চটে যান দীপক, রাধিকা খুনে নয়া তথ্য পুলিশের হাতেহুগলিতে দাদার মারে ভাইয়ের মৃত্যু, খবর শুনেই আত্মহত্যার চেষ্টা স্ত্রীরEng vs India: আজ কি নামবেন ঋষভ, নাকি জুরেলকে দেখা যাবে দস্তানা হাতে? কী বলছে বিসিসিআই?ভবিষ্যৎ ভারতের ছবি তুলে ধরে ঠারেঠোরে চিন-পাকিস্তানকে ‘সামরিক’ বার্তা দোভালেরবাঙালিদের কাশ্মীর যেতে নিষেধ করলেন শুভেন্দু! 'ফরমান জারি করতে পারেন না', পাল্টা শশীবাংলার শ্রমিকদের দিল্লি থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
AI in Republic Day

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও এবার এআই

কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রক প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তাদের ট্যাবলোতে এবছর তুলে ধরতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের বিভিন্ন দিক ও তার প্রয়োগবিধি।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও এবার এআই

শেষ আপডেট: 24 January 2024 07:05

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রক প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তাদের ট্যাবলোতে এবছর তুলে ধরতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের বিভিন্ন দিক ও তার প্রয়োগবিধি। সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে দফতরের ডিরেক্টর জে এল গুপ্তা জানিয়েছেন, ‘এবছর তথ্য প্রযুক্তি মন্ত্রক মূলত এআই প্রযুক্তির বিভিন্ন দিক এবং কীভাবে এই প্রযুক্তি জনসাধারণের সহায়ক উঠতে পারে সেটাই তাদের ট্যাবলোর মাধ্যমে তুলে ধরবে।‘ 

সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি নিয়ে সারা বিশ্ব আলোড়িত হচ্ছে। এই প্রযুক্তির কারণে বহু মানুষ তাঁদের চাকরি হারাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু বৃহৎ তথ্য প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। যুক্তি হিসেবে তারা বিশ্ব জোড়া মন্দার কথা বললেও এই পদক্ষেপের পেছনে অনেকেই এআই প্রযুক্তির সক্রিয় ভূমিকা আছে বলে মনে করছেন। বিশ্ব ব্যাঙ্কের শীর্ষ আধিকারিক সহ একাধিক প্রযুক্তি ও অর্থনীতি বিশেষজ্ঞ অনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে সাবধান বাণী শুনিয়েছেন। সেই প্রেক্ষিতে এই বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন্দ্রীয় মন্ত্রকের ট্যাবলোর বিষয় নির্বাচন নিঃসন্দেহে অত্যন্ত প্রাসঙ্গিক।

কী থাকতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রকের ট্যাবলোয়? মন্ত্রকের ডিরেক্টর এই প্রসঙ্গে বলেন, ‘দেখা যাবে একজন শিক্ষক হেড সেট পরে পড়ুয়াদের শিক্ষাদান করছেন। সম্পদ বন্টন, নিয়ন্ত্রণ থেকে শুরু করে গবাদি পশু ব্যবস্থাপনায় কীভাবে এআই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে সেই দিকগুলিকেও তুলে ধরা হবে। এর বাইরে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এআই কতটা সহায়ক ভূমিকা পালন করতে পারে প্রদর্শিত হবে সেই দিকটিও।‘ 

অদূর ভবিষ্যতে ইলেক্ট্রনিক সামগ্রী উৎপাদনের বিষয়ে প্রধানমন্ত্রীর যে ভাবনা তারও প্রতিফলন ঘটবে ট্যাবলোতে বলে জানিয়েছেন গুপ্তা। প্রদর্শিত বস্তুর মধ্যে সেমিকনডাক্টর চিপও রাখার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


ভিডিও স্টোরি