Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Ahmedabad Plane Crash

নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীও

এয়ার ইন্ডিয়ার সিইও ক্যামবেল উইলসন জানিয়েছেন, 'আমাদের একটি টিম ইতিমধ্যেই আমদাবাদে (Ahmedabad Plane Crash)ঘটনাস্থলে পৌঁছেছে। যতদিন প্রয়োজন, আমরা এখানেই থাকব। নিহতদের প্রত্যেকের পরিবার এবং একমাত্র বেঁচে যাওয়া যাত্রীকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।'

নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীও

ফাইল চিত্র

শেষ আপডেট: 14 June 2025 16:14

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) আড়াইশো জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। টাটা গোষ্ঠী ইতিমধ্যেই নিহতদের পরিবারকে এক কোটি টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছে। এবার এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) তরফে ঘোষণা করা হল, নিহতদের পরিবার আরও ২৫ লক্ষ টাকা করে অন্তর্বর্তী ক্ষতিপূরণ হিসেবে পাবেন।  

টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যামবেল উইলসন জানিয়েছেন, 'আমাদের একটি টিম ইতিমধ্যেই আমদাবাদে (Ahmedabad Plane Crash)ঘটনাস্থলে পৌঁছেছে। যতদিন প্রয়োজন, আমরা এখানেই থাকব। নিহতদের প্রত্যেকের পরিবার এবং একমাত্র বেঁচে যাওয়া যাত্রীকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।'

তিনি আরও জানান, 'ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছে এয়ার ইন্ডিয়ার দল।' এই কঠিন সময়ে পরিবারগুলির মানসিক শান্তির জন্য সকলকে সংবেদনশীলতার সাথে আচরণ করার অনুরোধও জানান উইলসন।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ডিজিসিএ (DGCA)-র নির্দেশ অনুযায়ী, সংস্থার সব বোয়িং ৭৮৭ বিমানের সুরক্ষা পরীক্ষাও চলছে, যেন আগাম সতর্কতা হিসেবে কোনও ফাঁকফোকর না থাকে। এর পাশাপাশি, দুর্ঘটনাগ্রস্ত বিমানের ডেটা রেকর্ডার (Black Box)উদ্ধার করা হয়েছে। এটি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে এয়ার ইন্ডিয়া। আমাদের গ্রাউন্ড টিম পরিবারগুলিকে যতটা সম্ভব সহায়তা করতে বদ্ধপরিকর।'

টাটা গোষ্ঠীর তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আমদাবাদে বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) নিহতদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

বৃহস্পতিবার সন্ধে নাগাদ টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, তাদের গোষ্ঠী আহতদের চিকিৎসা খরচ বহন করবে এবং তাঁদের যত্ন এবং সহায়তা যা যা লাগে তা নিশ্চিত করবে। এছাড়াও, বিমান ভেঙে পড়া বিজে মেডিক্যাল হস্টেল তৈরিতেও সহায়তা করবে।

ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা (Noel Tata) বলেছেন, "আমদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash)টাটা গ্রুপ গভীরভাবে শোকাহত। এমন হৃদয়বিদারক ঘটনা বহু পরিবারের কাছে অপরিসীম শোক নিয়ে এসেছে। আজ যাঁরা তাঁদের প্রিয়জনদের হারালেন তাঁদের সকলের প্রতি আমাদের সমবেদনা রইল।"


ভিডিও স্টোরি