এয়ার ইন্ডিয়ার সিইও ক্যামবেল উইলসন জানিয়েছেন, 'আমাদের একটি টিম ইতিমধ্যেই আমদাবাদে (Ahmedabad Plane Crash)ঘটনাস্থলে পৌঁছেছে। যতদিন প্রয়োজন, আমরা এখানেই থাকব। নিহতদের প্রত্যেকের পরিবার এবং একমাত্র বেঁচে যাওয়া যাত্রীকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।'
ফাইল চিত্র
শেষ আপডেট: 14 June 2025 16:14
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) আড়াইশো জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। টাটা গোষ্ঠী ইতিমধ্যেই নিহতদের পরিবারকে এক কোটি টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছে। এবার এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) তরফে ঘোষণা করা হল, নিহতদের পরিবার আরও ২৫ লক্ষ টাকা করে অন্তর্বর্তী ক্ষতিপূরণ হিসেবে পাবেন।
টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যামবেল উইলসন জানিয়েছেন, 'আমাদের একটি টিম ইতিমধ্যেই আমদাবাদে (Ahmedabad Plane Crash)ঘটনাস্থলে পৌঁছেছে। যতদিন প্রয়োজন, আমরা এখানেই থাকব। নিহতদের প্রত্যেকের পরিবার এবং একমাত্র বেঁচে যাওয়া যাত্রীকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।'
#ImportantUpdate
Air India stands in solidarity with the families of the passengers who tragically lost their lives in the recent accident. Our teams on the ground are doing everything possible to extend care and support during this incredibly difficult time.
As part of our…— Air India (@airindia) June 14, 2025
তিনি আরও জানান, 'ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছে এয়ার ইন্ডিয়ার দল।' এই কঠিন সময়ে পরিবারগুলির মানসিক শান্তির জন্য সকলকে সংবেদনশীলতার সাথে আচরণ করার অনুরোধও জানান উইলসন।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ডিজিসিএ (DGCA)-র নির্দেশ অনুযায়ী, সংস্থার সব বোয়িং ৭৮৭ বিমানের সুরক্ষা পরীক্ষাও চলছে, যেন আগাম সতর্কতা হিসেবে কোনও ফাঁকফোকর না থাকে। এর পাশাপাশি, দুর্ঘটনাগ্রস্ত বিমানের ডেটা রেকর্ডার (Black Box)উদ্ধার করা হয়েছে। এটি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে।
এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে এয়ার ইন্ডিয়া। আমাদের গ্রাউন্ড টিম পরিবারগুলিকে যতটা সম্ভব সহায়তা করতে বদ্ধপরিকর।'
টাটা গোষ্ঠীর তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আমদাবাদে বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) নিহতদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
বৃহস্পতিবার সন্ধে নাগাদ টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, তাদের গোষ্ঠী আহতদের চিকিৎসা খরচ বহন করবে এবং তাঁদের যত্ন এবং সহায়তা যা যা লাগে তা নিশ্চিত করবে। এছাড়াও, বিমান ভেঙে পড়া বিজে মেডিক্যাল হস্টেল তৈরিতেও সহায়তা করবে।
ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা (Noel Tata) বলেছেন, "আমদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash)টাটা গ্রুপ গভীরভাবে শোকাহত। এমন হৃদয়বিদারক ঘটনা বহু পরিবারের কাছে অপরিসীম শোক নিয়ে এসেছে। আজ যাঁরা তাঁদের প্রিয়জনদের হারালেন তাঁদের সকলের প্রতি আমাদের সমবেদনা রইল।"