Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তাঁকে খুঁজতে বেরিয়েই মৃত্যু! মহেশতলার ঘটনায় গ্রেফতার মৃত নার্সের স্বামীইতিহাসের পথে জোকোভিচ, উইম্বলডনের সেমিফাইনালে সিনারের মুখোমুখি সার্ব তারকাদিল্লি সহ বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠল ভূমিকম্পে, অনেকে বলছেন, 'দীর্ঘতম' কম্পনএখনই পাওয়া যাবে না রোদের ঝলক! নাছোড় বৃষ্টিতে আরও ভিজবে রাজ্যএকজন ৪৪, অন্যজন মাত্র ২৩! রাজস্থানে যুদ্ধবিমান দুর্ঘটনায় মৃত দুই পাইলটের পরিচয় প্রকাশ্যেপিএসজির চার তোপে পুড়ে ছাই রিয়াল মাদ্রিদ! ক্লাব বিশ্বকাপের ফাইনালে এনরিকে বাহিনী'আমি নোবেল পাওয়ার যোগ্য', দাবি কেজরিওয়ালের! বিজেপি বলছে, এর থেকে হাস্যকর কিছু হয় নাস্বাধীনতা সংগ্রামীরা ‘সন্ত্রাসবাদী’! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ঘিরে বিতর্কগুজরাত সেতু বিপর্যয়: ১ ঘণ্টা ধরে চিৎকার করেছিলেন, নিজে বাঁচলেও স্বামী-সন্তান হারালেন মহিলাপচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের
Ahmedabad plane crash

বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সে

এই মর্মান্তিক দুর্ঘটনার কিছু মুহূর্ত ভিডিও করে ফেলে ১৭ বছরের এক কিশোর। আমদাবাদ শহরের এক ভাড়া ঘরে থাকে সে। ওই কিশোরের মোবাইলে ধরা পড়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগে ও পরে দৃশ্য। 

বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সে

এয়ার ইন্ডিয়ার AI 171 বিমান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 15 June 2025 02:33

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার AI 171 বিমান। দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০। এর মধ্যে রয়েছে বিমানে থাকা ২৪১ জন যাত্রী ও ক্রু এবং মাটিতে থাকা আরও ২৯ জন ব্যক্তি। এ ঘটনায় সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে মেঘানি নগরের একটি মেডিক্যাল হোস্টেল কমপ্লেক্স।

এই মর্মান্তিক দুর্ঘটনার কিছু মুহূর্ত ভিডিও করে ফেলে ১৭ বছরের এক কিশোর। আমদাবাদ শহরের এক ভাড়া ঘরে থাকে সে। ওই কিশোরের মোবাইলে ধরা পড়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগে ও পরে দৃশ্য। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, বিমানটি ধীরে ধীরে নিচে নামছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যাচ্ছে প্রবল বিস্ফোরণ।

ভিডিওগ্রাফার ওই কিশোরের নাম আরিয়ান। নিজের অজান্তেই এমন একটি ভয়াবহ দৃশ্য ক্যামেরাবন্দি করার পর মানসিকভাবে ভেঙে পড়েছে সে। আরিয়ান জানিয়েছে, “আমি শুধু বিমানটির ভিডিও তুলছিলাম। বোয়িং ৭৮৭-৭ ড্রিমলাইনারটি নামার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। আমি খুব ভয় পেয়েছিলাম।”

আমদাবাদ ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ আরিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। তবে তাকে বা তার পরিবারকে আটক বা গ্রেফতার করা হয়নি। আরিয়ান তার বাবার সঙ্গে সাক্ষী হিসেবে নিজের বিবৃতি দিয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

ঘটনার সময় বিমানটি বিমানবন্দর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে ছিল। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, AI 171 মাত্র ৬৫০ ফুট উপরে উঠেছিল। বিমানবন্দরের এটিসি বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও সাড়া মেলেনি। এরপরই এক মিনিটের মধ্যে মেঘানিনগরে ভেঙে পড়ে বিমানটি।

আরিয়ানের পরিবারের দাবি, ঘটনার পর থেকেই সে আতঙ্কে রয়েছে। তার বোন জানায়, ভাইয়ের মানসিক অবস্থা অত্যন্ত খারাপ। সে বলছে, “এখানে আর থাকতে চাই না। খুব বিপজ্জনক লাগছে।” বাড়িওয়ালাও জানিয়েছেন, আরিয়ান চুপচাপ হয়ে গিয়েছে। রাতে ঘুমোতে পারেনি, কিছু খাচ্ছেও না।


ভিডিও স্টোরি