শেষ আপডেট: 17th October 2024 13:13
দ্য ওয়াল ব্যুরো: প্রমোদতরণীতে মাদককাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করা ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিসেস অফিসার সমীর ওয়াংখেড়ে মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিতে চলেছেন। আগামী দুদিনের মধ্যে 'বিতর্কিত দোর্দণ্ডপ্রতাপ' কেন্দ্রীয় অফিসারের শিন্ডে গোষ্ঠীর শিবসেনায় যোগ দেওয়ার পিচ তৈরির কাজ চলছে। ওয়াংখেড়ে যোগ দিলে সম্ভবত আসন্ন বিধানসভা ভোটে কিংবা নান্দেড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হতে পারেন।
এদিকে, বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে জলের চাপ বেড়ে গিয়েছে। সূত্রে জানা গিয়েছে, বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষত আসন সমঝোতা নিয়ে মহা বিকাশ আঘাড়ির মধ্যে ব্যাপক টানাপড়েন চলছে। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টি এর মধ্যে আঘাড়ি জোটের কাছে আসন চেয়ে বসেছে। আর তা নিয়ে বিরোধী জোটকে বিঁধেছেন বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা। তিনি বলেন, এতেই বোঝা যায় বিরোধীদের মধ্যে কোনও ঐক্য নেই।
সমাজবাদী পার্টির মহারাষ্ট্র সভাপতি আবু আসিম আজমি একটি এক্সবার্তায় লিখেছেন, কংগ্রেস, শারদ পাওয়ারের এনসিপি কিংবা উদ্ধব ঠাকরের শিবসেনা, মহা বিকাশ আঘাড়ির কোনও দল যদি সমাজবাদী পার্টির সঙ্গে আলোচনা না করে প্রার্থী ঘোষণা করে, তাহলে বুঝতে হবে সমাজবাদী পার্টিকে তারা মহা বিকাশ আঘাড়ির শরিক মনে করে না। আমাদের সঙ্গে আলোচনা না করে প্রার্থী ঘোষণা করা ঠিক হবে না।
তিনি আরও বলেন, অখিলেশ যাদবের সঙ্গে আলোচনা করে মহারাষ্ট্রে যেখানে সমাজবাদী পার্টি শক্তিশালী সেখানে প্রার্থী দেওয়া হবে। আর তা নিয়েই ঠাট্টার মেজাজে পুনাওয়ালা বলেন, বিরোধী জোট দ্বিধাগ্রস্ত এবং পদলোভী। উদ্ধব ঠাকরে চাইছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন তো কংগ্রেস ও শারদ পাওয়াররা তাতে বাগড়া দিচ্ছেন। ওদের কোনও লক্ষ্য বা ভবিষ্যৎ নেই।
এই অবস্থায় শারদ পাওয়ার তাঁর দলের রাজ্য সভাপতি জয়ন্ত পাটিলের উপর বেশি গুরুত্ব দেওয়ায় তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। বুধবার সাংলি জেলার ইসলামপুর কেন্দ্রে জনসভায় ভাষণ দেওয়ার সময় পাওয়ার বলেন, রাজ্যের খারাপ অবস্থার পরিবর্তন দরকার। আমরা পরিবর্তিত মহারাষ্ট্র চাই। তাই উন্নত ও পুনর্গঠিত মহারাষ্ট্র গড়ার কাজ শুরু হবে ইসলামপুর থেকে। যে কাজ কাঁধে তুলে নেবেন জয়ন্ত পাটিল। পাওয়ারের এই ঘোষণার পর থেকেই তাঁর গোষ্ঠীর মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা শুরু হয়েছে।
মহা বিকাশ আঘাড়ির মধ্যে যে জল্পনাই চলুক না কেন, শাসক জোটেও ভোট নিয়ে তৎপরতা কম নেই। এরই মধ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে মুম্বইয়ের ধারাভি কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থী হতে চলেছেন বলে রাজনৈতিক মহলে খবর। যদিও তাঁর রাজনীতিতে আসার গুঞ্জন শোনা গিয়েছিল লোকসভা ভোটের সময়েও। সেবার বিদর্ভ অঞ্চলের ভূমিপুত্র ওয়ার্ধা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হবেন বলে চাউর হয়েছিল।
উল্লেখ্য, এই ওয়াংখেড়েই ২০২২ সালে কিং খান-পুত্র আরিয়ানকে মাদককাণ্ডে গ্রেফতার করেছিলেন। পরে তিনি ঘুষ চেয়ে মামলা তুলে নেওয়ার শাসানি দেওয়ার অভিযোগ ওঠায় তাঁর কাছ থেকে এই তদন্ত সরিয়ে নেওয়া হয়। সেই বিতর্কিত অফিসার ফের রাজনীতিতে যোগ দিতে চলেছেন কথা প্রায় পাকা হয়ে গিয়েছে শিন্ডে সেনার সঙ্গে।