শেষ আপডেট: 8th December 2024 08:17
দ্য ওয়াল ব্যুরো: ভারতীর সেনার ব্রহ্মাস্ত্র অর্থাৎ 'অগ্নি ফাইভ' যাতে আরও বেশি শক্তিশালী করা যায়, তার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষাই চলছিল। অবশেষে অগ্নি ফাইভ মিসাইল এখন ‘এমআইআরভি’ যুক্ত ব্যালেস্টিক মিসাইল। এমআইআরভি অর্থাত্ মাল্টি ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেলস। ২০২৪-এর ১১ মার্চ এমআইআরভি এনাবেল অগ্নি ফাইভের সফল পরীক্ষা করেছিল সেনা ও ডিআরডিও।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, এমআইআরভি এনাবেল অগ্নি ফাইভ এখন পুরোপুরি প্রস্তুত। চাইলে এখনই এটি ব্যবহার করা যেতে পারে। এতদিন আমেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্স ও ব্রিটেনের হাতে এই প্রযুক্তি ছিল। এবার ভারতও সেই তালিকায় ঢুকল। এবার প্রশ্ন হল এমআইআরভি এনাবেল হলে কী সুবিধা? সেদিনে নজর রাখা যাক।
সহজ ভাষায় বলতে গেলে, এমআইআরভি এনাবেল ক্ষেপণাস্ত্র একইসঙ্গে একাধিক ওয়েরহেড বহন করতে পারে। অর্থাত্ একটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে একাধিক টার্গেটে হামলা চালাতে পারে। অনেক সময় একাধিক ওয়ারহেড দিয়ে একটি টার্গেটেও হামলা করা যায়। তার ফলে হামলার অভিঘাতও অনেক বেশি হয়। ভারতের এমআইআরভি এনাবেল অগ্নি ফাইভ একসঙ্গে ১১টি টার্গেটে আঘাত করতে পারবে বলে জানা গিয়েছে।
'অগ্নি ফাইভ'-কে সেভাবেই আপগ্রেড করা হয়েছে। একসঙ্গে ১১টি টার্গেট হিট করার ক্ষমতা সম্ভবত এখনও পর্যন্ত আমেরিকা ও রাশিয়া ছাড়া আর কোনও দেশের হাতে নেই। সম্ভবত কথাটা বলার পিছনে কারণ হল, এই বিষয়ে কোনও দেশকেই কখনও নির্দিষ্টভাবে মুখ খুলতে শোনা যায়নি।
তাছাড়া ফেডারেশন অব আমেরিকান সায়েটিস্ট তাদের জার্নালে দাবি করেছে, তিন বছরের মধ্যে ভারতের সেনায় যুক্ত হতে পারে ‘অগ্নি সিক্স’। ইতিমধ্যেই পরমাণু অস্ত্রবাহী মাল্টি টার্গেটেবল অগ্নি সিক্স তৈরির শেষ ধাপে পৌঁছে গিয়েছে ভারত। ২০২৭ সালেই অগ্নি সিক্স ভারতীয় সেনায় যুক্ত হতে চলেছে বলে উল্লেখ করা হয়েছে সেই জার্নালে।