শেষ আপডেট: 16th September 2024 12:35
দ্য ওয়াল ব্যুরো: রাত নামলে কেউ ভূতে ভয় পান, কেউ আবার চোর-ডাকাতে। কিন্তু উত্তরপ্রদেশের বাহরাইচের মানুষ নেকড়ে আতঙ্কে কাঁটা! এবার ১১ বছর বয়সি এক নাবালককে বাড়ির ছাদ থেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল নরখাদক। গুরুতর জখম হয়েছে সে।
বাহরাইচের পিপরি মোহন গ্রামে সপরিবারে ছাদে ঘুমোচ্ছিল ওই নাবালক। স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে আচমকা তার ওপর হামলা করে নেকড়েটি। গলায় কামড় দিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নাবালকের প্রবল চিৎকারে ঘুম ভাঙে সকলের। তারপরই সেখান থেকে পালায় নেকড়েবাঘটি। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বাহরাইচ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। গত ৪ দিনের মধ্যে এই নিয়ে দুটি এমন ঘটনা ঘটল।
বাহরাইচে আপাতত জারি রয়েছে 'অপারেশন ভেড়িয়া'। নেকড়ে ধরতে ২৫টি দল তৈরি হয়েছে। ১৮ জন শার্পশুটারও রাখা হয়েছে যাতে খাঁচা পাতার পাশাপাশি বন্দুক হাতেও নেকড়ে অভিযান চলছে। ইতিমধ্যেই নেকড়ের হামলায় প্রাণ গেছে ৯ জনের। যার মধ্যে ৮ জনই শিশু। পাশাপাশি আহত হয়েছেন ২৫ জনের বেশি। ৬টি নেকড়ের তাণ্ডব চলছিল বাহরাইচে। তাদের মধ্যে ৫টিকে ধরতে পেরেছে বনদফতর। কিন্তু বাকি রয়ে গেছে এই একটিই। তার হামলায় তটস্থ হয়ে উঠেছে সাধারণ মানুষ। গত সপ্তাহেই পঞ্চম নেকড়েটিকে ধরেছিল রাজ্যের বন দফতর।
গত সপ্তাহে যে ঘটনা ঘটেছে তাতে গুরুতর আহত হয়েছিলেন বছর ৫০-এর এক মহিলা। ঘটনার রাতে নিজের ঘরেই শুয়েছিলেন ওই মহিলা। পরিবারের অন্যরা পাশের ঘরে ছিল। তবে মহিলার ঘরের দরজা কোনও ভাবে খোলা ছিল। ওই সুযোগেই লুকিয়ে থাকা নেকড়েটি ঘরে ঢুকে পড়ে। তারপর সোজা গিয়ে কামড় বসায় ওই মহিলার গলায়, তাঁকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে! সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন তিনি। সেই আওয়াজে পরিবারের বাকিরা তো বটেই, প্রতিবেশীরাও চলে আসেন। তখনই পালিয়ে যায় নেকড়েটি।