শেষ আপডেট: 1st September 2024 12:00
দ্য ওয়াল ব্যুরো: অগস্টের পর সেপ্টেম্বর। ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। এবার সিলিন্ডার পিছু ৩৯ টাকা দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের।
ফলে ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের জন্য ব্যয় করতে হবে ১ হাজার ৬৯১.৫০ টাকা। রেস্তোরাঁ, হোটেল-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার।
তবে রান্নার জন্য বাড়িতে যে এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, সেই ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ৮২৯ টাকা।
এর আগে ১ অগস্ট, কোম্পানিগুলি নয়াদিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলি সহ সারা দেশে ১৯ কেজি সিলিন্ডারের জন্য ৮.৫০ টাকা বৃদ্ধির ঘোষণা করেছিল৷ তবে জুলাই মাসে সিলিন্ডার পিছু ৩০ টাকা দাম কমেছিল।
আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ে, কমে। তারই ভিত্তিতে প্রতি মাসের ১ তারিখ গ্যাসের দাম নির্ধারণ করা হয়।