শেষ আপডেট: 17th February 2025 16:39
দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনা পিছু ছাড়ছে না মহাকুম্ভের। এর আগে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। তারপর পদপিষ্টের ঘটনায় তো দেশজুড়ে তোলপাড় হয়। এবার আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা কুম্ভে। সোমবার সেক্টর ৮-এর মেলা প্রাঙ্গনে আগুন লাগে। ঘটনায় পুড়ে ছাই হয়েছে বেশ কয়েকটি তাঁবু।
এই নিয়ে পঞ্চমবার আগুন লাগার ঘটনা ঘটল প্রয়াগরাজের কুম্ভমেলায়। শুরুটা হয়েছিল চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে। মহা কুম্ভ মেলা প্রাঙ্গণে ভয়াবহ আগুন লেগেছিল। সেক্টর ১৯- এর বিশাল অংশ জুড়ে আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য তাঁবু। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁবু থেকে নিরাপদে সকল বাসিন্দাদের সরানো সম্ভব হয়েছিল। কারও প্রাণহানি হয়নি। এরপর ৩০ জানুয়ারি সেক্টর ২২-এ, ৭ এবং ১৫ ফেব্রুয়ারি সেক্টর ১৮-১৯-এ আগুন লেগেছিল। সোমবার সেক্টর ৮-এর বজরঙ দাস মার্গের কয়েকটি তাঁবুতে আগুন লাগে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। অল্প সময়ের মধ্যেই দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মহাকুম্ভ শুরু হওয়ার পর থেকেই আগুন লাগা, পদপিষ্টের মতো ঘটনা ঘটেই চলেছে সেখানে। ২৯ জানুয়ারি, মৌনী অমাবস্যার দিন মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু হয়। প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জন প্রাণ হারান। গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী- তিন নদীর সঙ্গমে মৌনী অমাবস্যায় শাহী স্নানের সময় ভিড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও যোগী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু তারপরেও এই ভয়াবহ ঘটনা সামনে আসে। এরপর ১৫ ফেব্রুয়ারি, মির্জাপুর-প্রয়াগরাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অংশ নিতে যাওয়া ছত্তিশগড়ের ১০ জন তীর্থযাত্রী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
সম্প্রতি ১৫ ফেব্রুয়ারি মাঝ রাত ১১টায় নিউ দিল্লি স্টেশনে ঘটে গেল ভয়াবহ ঘটনা। শনিবার রাতে কুম্ভগামী ট্রেনে ওঠার সময় চরম বিশৃঙ্খলা তৈরি হয়, যার ফলে প্রাণ হারান অন্তত ১৮ জন। সরকারি তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছেন ৯ জন মহিলা, ৫ শিশু ও ৪ জন পুরুষ। আহত হয়েছেন বহু যাত্রী।