শেষ আপডেট: 4th January 2025 17:22
দ্য ওয়াল ব্যুরো: সামনের মাসেই দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগেই ‘শিশমহল’ বিতর্কে সরগরম হয়ে উঠল রাজধানী শহরের রাজনীতি। ভোটের দিন যত এগিয়ে আসছে দড়ি টানাটানির খেলায় মেতে উঠেছে আম আদমি পার্টি ও বিজেপি। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, ‘দিল্লিবাসীর টাকায় কাচের বাড়ি (শিশমহল) বানিয়েছেন আম আদমি পার্টির প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।’
শুক্রবারই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমোর বিলাসবহুল বাংলো নিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘দেশবাসী ভালোভাবেই জানেন, মোদী কখনই নিজের জন্য একটি বাড়ি তৈরি করেনি। উল্টে দেশের গরিব মানুষের জন্য ৪ কোটি বাড়ি তৈরি করে দিয়েছি। অথচ আমি চাইলে একটি শিশমহল বানাতে পারতাম।’ এরপরই আপ সুপ্রিমোকে ‘আপদ’ ও ‘বেইমান’ বলেও কটাক্ষ করেন তিনি।
মোদীর আক্রমণের চব্বিশ ঘণ্টা কাটতে না কাত্তেই বিতর্ক আরও উসকে দিলেন অমিত শাহ। শনিবার কেজরিওয়ালকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কয়েকজন শিশু আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি তাদের থেকে জানতে চাই দিল্লির জন্য অরবিন্দ কেজরিওয়াল কী করেছেন! উত্তরে তারা আমাকে বলে নিজের জন্য একটি বড় কাচের বাড়ি (শিশমহল) নির্মাণ করেছেন কেজরিওয়াল।
এখানেই থামেননি তিনি। কেজরিওয়ালের নাম না নিয়ে শাহের আরও অভিযোগ, ‘রাজনীতিতে পা রাখার পর তিনি বলেছিলেন সরকারি বাড়ি ও সরকারি গাড়ি ব্যবহার করবেন না। অথচ বর্তমানের ছবিটা একেবারেই আলাদা। দিল্লিবাসীর অর্থে নিজের জন্য শিশমহল তৈরি করেছেন তিনি! দিল্লির বাসিন্দাদের কাছে এই আচরণের হিসেব দিতে হবে।’
শনিবার দিল্লিতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজের নামে সুষমা ভবন নামে চাকরিজীবী মহিলাদের জন্য একটি হস্টেলের উদ্বোধন করতে আসেন অমিত শাহ। সেখানে বক্তব্য রাখতে গিয়েই কেজরিওয়ালকে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট দাবি, দিল্লিবাসীর দেওয়া ৪৫ কোটি টাকা খরচ করে জমি কিনে তাতে নিজের জন্য মহল তৈরি করেছেন কেজরিওয়াল।
শুক্রবারই দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এসে আপ সুপ্রিমোকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে প্রসঙ্গে পাল্টা দিতে ছাড়েননি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীও। তাঁর পাল্টা কটাক্ষ, ‘যিনি নিজের জন্য ২৭০০ কোটি টাকার বাড়ি বানান, ৮৪০০ কোটির বিমানে চড়েন এবং দশ লাখি স্যুট পরেন, তাঁর মুখে শিশমহলের কথা মানায় না।’
কেজরিওয়ালের অভিযোগ, ‘দিল্লির উন্নয়নে কিছুই করেনি কেন্দ্রের বিজেপি সরকার। প্রধানমন্ত্রী ৪৩ মিনিটের বক্তৃতায় ৩৯ মিনিটই ব্যয় করেছেন শুধু দিল্লিবাসীকে গালিগালি দিয়ে। অথচ তাঁরাই আপ সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।’
গত অক্টোবরে দিল্লির পূর্ত দফতর একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাংলোয় কোটি কোটি টাকার আসবাবপত্র এবং দামি দামি গ্যাজেটের কথা উঠে আসে। তারপর থেকেই এ নিয়ে আপ-বিজেপির বাকযুদ্ধ শুরু হয়েছে। তবে দিল্লিতে বিধানসভা ভোটের আগে অশোক বিহারে ‘জুগ্গি ঝুপড়ি’র বাসিন্দাদের হাতে ১৬৭৫টি ফ্ল্যাট তুলে দিয়েছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। প্রতিটি ফ্ল্যাটের জন্য ব্যয় হয়েছে ২৫ লক্ষ টাকা। সেই অনুষ্ঠানে হাজির হয়ে শুক্রবারই দিল্লিবাসীর জন্য সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই চাকরিজীবী মহিলাদের জন্য হস্টেল উদ্বোধন করে বাজিমাতের চেষ্টা বিজেপির।